Karnataka: ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জেরে বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর

উস্কানিমূলক মন্তব্যের কারণে আদালতের নির্দেশে বিজেপি নেতা তথা কর্নাটকের (Karnataka) মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে এফআইআর দায়ের হলো। মন্ত্রীর সহযোগী বিজেপি নেতা ছান্নাবাসাপ্পার বিরুদ্ধেও অভিযোগ দায়ের…

KS Eshwarappa

উস্কানিমূলক মন্তব্যের কারণে আদালতের নির্দেশে বিজেপি নেতা তথা কর্নাটকের (Karnataka) মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে এফআইআর দায়ের হলো। মন্ত্রীর সহযোগী বিজেপি নেতা ছান্নাবাসাপ্পার বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে কর্নাটকের শিবমোগায় খুন হয়েছিলেন বজরং নেতা হর্ষ। ওই ঘটনার নিন্দা করতে ঘটনাস্থলে গিয়ে বিজেপি নেতা ছান্নাবাসাপ্পা ও মন্ত্রী ঈশ্বরাপ্পা একের পর এক উস্কানিমূলক ও আপত্তিজনক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়। বজরং দলের সমর্থকরা পথে নেমে বিক্ষোভ দেখান। তাঁরা বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেন এবং লুটতরাজ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসনকে ১৪৪ ধারা জারি করতে হয়েছিল। ঘটনাস্থলে পাঠানো হয়েছিল ১২০০ সশস্ত্র পুলিশ।

অনেকেই মনে করছেন, পরিস্থিতির অবনতির জন্য মন্ত্রীর উস্কানিমূলক মন্তব্যই দায়ী। তাঁর মন্তব্যের কারণে বড়সড় ঘটনাও ঘটে যেতে পারত বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এরপরই আদালত স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করে। ওই ঘটনায় আদালত মন্ত্রী ও তাঁর সহযোগীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেয়। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ মেনে কর্নাটক পুলিশ মন্ত্রী ও তাঁর সহযোগীরা বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। শিবমোগার পুলিশ সুপার বিএম লক্ষীপ্রসাদ জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে তাঁরা রাজ্যের মন্ত্রী ঈশ্বররাপ্পা এবং বিজেপি নেতা ছান্নাবাসাপ্পার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তারা মন্ত্রীর বক্তব্য খতিয়ে দেখছেন।