Kanpur: বিনামূল্যে ফুচকা না পেয়ে বিক্রেতাকে পিটিয়ে খুন যুবকের

কানপুর: কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল মোমো দোকানিকে এক ক্রেতা সস চেয়েছিলেন৷ তিনি সেই সস দিতে রাজি না হওয়ায় বিক্রেতাকে ছুরি দিয়ে আঘাত করে ওই ব্যক্তি৷…

কানপুর: কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল মোমো দোকানিকে এক ক্রেতা সস চেয়েছিলেন৷ তিনি সেই সস দিতে রাজি না হওয়ায় বিক্রেতাকে ছুরি দিয়ে আঘাত করে ওই ব্যক্তি৷ এরপরই মঙ্গলবার প্রকাশ্যে আসে বিনামূল্যে ফুচকা না দেওয়ায় প্রাণ দিতে হল বিক্রেতাকে৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে৷

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ১৪ জানুয়ারি রাতে৷ মৃত ফুচকা বিক্রেতার নাম প্রেমচন্দ্র নিশাদ৷ বয়স প্রায় ৪০ বছর৷ কানপুরের দেহহাটের মুসানগরে স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন তিনি৷ প্রতিদিনের মতো ঘটনার দিনও ফুচকা বিক্রি করতে গিয়েছিলেন প্রেমচন্দ্র৷ বিক্রির পর অনেক রাতে বাড়ি ফিরছিলেন তিনি৷

সেই সময় কানপুরের সুফিপুর মোড়ের কাছে কয়েকজন তাঁর পথ আটকে দাঁড়ায়৷ বিনামূল্যে ফুচকা দেওয়ার জন্য বলেছিলেন৷ কিন্তু প্রেমচন্দ্র দিতে অস্বীকার করে৷ এরপরই অভিযুক্তদের সঙ্গে শুরু হয় বচসা৷ তাঁকে বেধরক মারধর করে বলে অভিযোগ ওঠে৷ ফুচকা বিক্রেতাকে মারধর করতে দেখে আশপাশের বেশ কয়েকজন ঘটনাস্থলে ছুটে এসেছিলেন৷ তাঁদের আসতে দেখে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়৷

স্থানীয়রাই ফুচকা বিক্রেতাকে হাসপাতালে ভর্তি করায়৷ সেখানে চিকিৎসাধীন থাকাকালীন মঙ্গলবার তাঁর মৃত্যু হয়৷ স্বামীর মৃত্যুর পরেই স্থানীয় থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত ডায়েরি করেছেন স্ত্রী শশী দেবী৷ মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।