G 20: যদি জিনপিং আসতেন, তাঁর সামনেই চিন সীমান্তে বৃহত্তম বিমান ঘাঁটি তৈরির কথা বলতেন মোদী?

G 20 সম্মেলনের শেষে বোমা ফাটালেন মোদী। তিনি ঘোষণা করলেন বিশ্বের সর্বোচ্চ এয়ারফিল্ড হবে লাদাখে। চিনের সীমান্তে এই বিমান ঘাঁটি তৈরির বার্তায় দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি…

PM Narendra Modi

G 20 সম্মেলনের শেষে বোমা ফাটালেন মোদী। তিনি ঘোষণা করলেন বিশ্বের সর্বোচ্চ এয়ারফিল্ড হবে লাদাখে। চিনের সীমান্তে এই বিমান ঘাঁটি তৈরির বার্তায় দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি আরও গরম হলো। কারণ, চিন লাগাতার সীমান্ত এলাকার ভারতীয় ভূখণ্ডের দাবি করে থাকে। সীমান্ত নিয়ে বিতর্কের জেরে জি ২০ শিখর সম্মেলনে আসেননি চিনের প্রেসিডেন্ট জিনপিং। তবে মোদীর ঘোষণায় কূটনৈতিক মহলের তীব্র আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, যদি সম্মেলনে শি জিনপিং আসতেন তাহলে কি তাঁর সামনে চিনের সীমান্ত এলাকায় বিমান ঘাঁটি বানানোর কথা বলতেন ভারতের প্রধানমন্ত্রী মোদী?

নয়াদিল্লিতে দুদিন ব্যাপী G 20 সম্মেলনের আয়োজন করেছিল ভারত। যেখানে উপস্থিত ছিলেন ১৯ টি দেশের রাষ্ট্রপ্রধান। আজ সেই সম্মেলনের শেষ দিন। এবং সম্মেলন শেষে এক বিরাট ঘোষণা। লাদাখে তৈরি হবে বিশ্বের সর্বোচ্চ এয়ারফিল্ড। লাদাখের নিওমাতে এটি তৈরি করার কথা বলেছেন মোদী। ১২ সেপ্টেম্বর জম্মুতে প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

   

চিন ও ভারতের মধ্যে আকসাই চিন এবং অরুণাচলের সার্বভৌমত্ব নিয়ে পারস্পরিক বিবাদ চলছে। ভারতের কাশ্মীর অংশের দাবী করা এবং চিনের ছিঞ্ছিয়াঙ অংশের দাবী করা আকসাই চিনে মধ্যে তিব্বত এবং ছিঞ্ছিয়াংকে সংযোগীকারী একটি পথ রয়েছে। চিন এই পথ নির্মাণ করার প্রয়াস চালালে যুদ্ধের সূচনা হয় বলে মনে করা হয়। সীমান্ত এলাকায় বিমান ঘাঁটি তৈরির কথা বলেছে ভারত। কূটনৈতিক মহল মনে করছে যে কোনও সময় বেজিং কড়া প্রতিক্রিয়া দেবে।