The Kashmir Files: কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের দাবিতে সরব কেজরিওয়াল

Arvind Kejriwal, Chief Minister of Delhi

সম্প্রতি ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। এবার এই ছবি নিয়ে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বললেন শুধু মনভোলানো ছবি দেখিয়ে কিছু হবে না, আগে কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।

Advertisements

এদিন কাশ্মীরি পণ্ডিতদের জীবন নিয়ে মুখ খুলেছেন কেজরিওয়াল। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তুলোধোনা করেছেন তিনি। এদিন আপ নেতা বলেছেন, ৩২ বছর আগে কাশ্মীরি পণ্ডিতদের জীবনে হঠাৎই অন্ধকার নেমে এসেছিল। সেই অন্ধকার কাটিয়ে পণ্ডিতদের আলোয় ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর দল বিজেপি। কিন্তু বাস্তবে তাঁরা কিছুই করেননি। এতদিন পর তাঁরা একটি সিনেমা তৈরি করে বলছেন আমরা আপনাদের জন্য ছবি তৈরি করেছি। বিজেপির মনে রাখা উচিত, কাশ্মীরি পণ্ডিতরা মনভোলানো সিনেমা দেখতে চান না। তাঁরা চান পুনর্বাসন। তাঁরা নিজেদের ফেলে আসা ভিটেতে ফিরে যেতে চান।

কেজরিওয়াল অভিযোগ করেন, কাশ্মীরে পণ্ডিতদের নিয়ে বিজেপি অযথা রাজনীতি করছে। কাশ্মীরি পণ্ডিতদের কীভাবে উন্নতি হবে, কীভাবে তাদের জীবনযাত্রা স্বাভাবিক হবে সে নিয়ে বিজেপি কিন্তু মুখে কুলুপ এঁটে রয়েছে। শুধু বিজেপি নয়, কংগ্রেসও কাশ্মীরি পণ্ডিতদের জন্য কিছুই করোনি বলে কেজরিওয়াল অভিযোগ করেন। উল্লেখ্য, নয়ের দশকের শুরুতেই কাশ্মীরি পণ্ডিতদের উপর যে অত্যাচার হয়েছিল সেই কাহিনী নিয়েই তৈরি হয়েছে দ্য কাশ্মীর ফাইলস নামের এই ছবি।

Advertisements

ইতিমধ্যেই বিজেপি শাসিত একাধিক রাজ্যে এই ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। দিল্লিতেও কি এই ছবি কর মুক্ত করা হবে? এই প্রশ্নের উত্তরে কেজরি বলেন, এই সিনেমা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। ছবিটিকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। কিন্তু আমি রাজনীতি করতে চাই না। আমি চাই কাশ্মীরি পণ্ডিতদের প্রকৃতই উন্নয়ন হোক। সবাই যেত ছবিটি দেখতে পারেন সেজন্য ইউটিউবে দেখার পরামর্শ দেন কেজরিওয়াল।