ভয়াবহ আগুন আলওয়ারের বাঘ সংরক্ষণ কেন্দ্রে, বহু বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা

বিধ্বংসী আগুনের কবলে পড়ল রাজস্থানের আলওয়ারের বাঘ সংরক্ষণ প্রকল্প। রবিবার সন্ধ্যার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। আগুন নেভানোর…

বিধ্বংসী আগুনের কবলে পড়ল রাজস্থানের আলওয়ারের বাঘ সংরক্ষণ প্রকল্প। রবিবার সন্ধ্যার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। আগুন নেভানোর কাজ তদারকি করতে জেলা বনদফতরের পদস্থ আধিকারিক-সহ ২০০ জন কর্মী ঘটনাস্থলে গিয়েছেন। বায়ুসেনার দুটি এমআই-১৭ হেলিকপ্টার-সহ চারটি কপ্টার আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রণে না আসায় বায়ুসেনা আরও দুটি হেলিকপ্টার পাঠিয়েছে।

ইতিমধ্যেই ওই বাঘ সংরক্ষণ প্রকল্প সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। তাঁদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছেন রাজ্যের মুখ্য বনাধিকারিক আরএন মিনা। রবিবার রাত থেকেই আগুন নেভানোর কাজ তদারকি করছেন তিনি।

সোমবার মিনা জানিয়েছেন, আবহাওয়া শুষ্ক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। তার উপর বাঘ সংরক্ষণ প্রকল্পটি পাহাড়ি এলাকার উপর হওয়ায় আগুন নেভানোর কাজেও সমস্যা হচ্ছে। অনুমান করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় বহু বন্য প্রাণীর মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অভয়ারণ্যের একাধিক দুর্মূল্য গাছ। আগুন নেভাতে দমকল কর্মীদের পুরোদস্তুর সাহায্য করছে ভারতীয় বায়ুসেনা ও বনদফতরের কর্মীরা। অভয়ারণ্য এলাকার সমস্ত বাসিন্দাদের নিরাপদ দূরে সরে যেতে বলেছে দমকল বাহিনী। আগুন নেভানোর কাজে রাজস্থান সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে কেন্দ্র।