মুখ্যমন্ত্রীর নামে ভুয়ো ইমেল আইডি খুলে গ্রেফতার সাংবাদিক

নিজের সংবাদপত্রের প্রচারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামে একটি ইমেল আইডি তৈরি করেছিলেন মনোজ কুমার নামে এক সাংবাদিক। এমনকী, ওই সাংবাদিক যোগীর সই জাল…

নিজের সংবাদপত্রের প্রচারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামে একটি ইমেল আইডি তৈরি করেছিলেন মনোজ কুমার নামে এক সাংবাদিক। এমনকী, ওই সাংবাদিক যোগীর সই জাল করেছিলেন। এ ঘটনায় মনোজ কুমারকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ স্পেশাল সেল। ওড়িশার ভুবনেশ্বরে ওই সাংবাদিক কর্মরত ছিলেন।

Advertisements

আরও পড়ুন: রাজ্যে বাড়ল করোনায় মৃতের সংখ্যা ও সংক্রমণের হার

বিজ্ঞাপন

স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী কথা বলছেন, এটা বোঝানোর জন্যই ওই ইমেইল আইডিটি তৈরি করেছিলেন মনোজ কুমার। সেখান থেকেই তিনি অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কমিশন, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া, পাওয়ার গ্রিড কর্পোরেশনের মতো বিভিন্ন সংস্থাকে ইমেল পাঠিয়ে ছিলেন। ওই সমস্ত সংস্থাকে মনোজ কুমার তাঁরা সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার কথা জানিয়েছিলেন। এমনকী, ইমেলে মুখ্যমন্ত্রীর চিঠিও পাঠিয়েছিলেন মনোজ। সেই চিঠিতেই ওই সাংবাদিক যোগীর সই জাল করেছিলেন।

আরও পড়ুন: Rajasthan: কারখানায় আগুন লেগে জীবন্ত দগ্ধ শিশুরা

মনোজ কুমার নামে ওই ব্যক্তি ভুবনেশ্বরের একটি স্থানীয় সংবাদপত্রের মালিক। মনোজের বিরুদ্ধে ওড়িশার কটকে এক সরকারি আধিকারিকের কাছ থেকেও টাকা চাওয়ার অভিযোগ রয়েছে। দিল্লি পুলিশের ডিজি কেপিএস মালহোত্রা জানিয়েছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও তাঁর ব্যক্তিগত সচিব ভূষণ সিং রাওয়াত মনোজ কুমারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ছিলেন। মুখ্যমন্ত্রী অভিযোগে জানিয়েছিলেন, কেউ তাঁর ইমেল আইডি ব্যবহার করে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার কাছে মেল করছে। ওই আইপি অ্যাড্রেসের উপর নজর রেখেই মনোজ কুমারের খোঁজ পায় পুলিশ। এর পরই মনোজ কুমারকে ওড়িশা থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল।