Rajasthan: কারখানায় আগুন লেগে জীবন্ত দগ্ধ শিশুরা

রাজস্থানের (Rajasthan) জয়পুরে জামওয়ারগড়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারাল চারজন। মৃতদের তিনজনই শিশু। তাদের বয়স ২ থেকে ৫-এর মধ্যে। একটি তারপিন তেলের কারখানায় আগুন…

jaipur fire

রাজস্থানের (Rajasthan) জয়পুরে জামওয়ারগড়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারাল চারজন। মৃতদের তিনজনই শিশু। তাদের বয়স ২ থেকে ৫-এর মধ্যে। একটি তারপিন তেলের কারখানায় আগুন লাগায় এই ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, ওই কারখানার মালিকের এক আত্মীয় ওই শিশুদের বাঁচাতে চেষ্টা করেছিলেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ওই ব্যক্তিও প্রাণ হারিয়েছেন।

জয়পুর পুলিশ জানিয়েছে, ওই কারখানাটিতে তৈরি হত তারপিন তেল। রবিবার দুপুরে ওই কারখানায় আগুন লেগে যায়। ঘটনার সময় সেখানে কাজ করছিলেন বেশ কিছু শ্রমিক। আগুনের হাত থেকে বাঁচতে তারা সকলেই দৌড়ে পালাতে থাকেন। পরিস্থিতি এমন হয়েছিল যে পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল।

প্রবল আগুনের মাঝে পড়ে গিয়ে কারখানার ভেতর থেকে বের হতে পারেনি অঙ্কুশ, গরিমা ও দিব্যা নামে তিন শিশু। ওই কারখানার মালিকের ভাগ্নে রমমেশ আর্য ওরফে কালু ওই তিন শিশুকে বাঁচানোর জন্য ভিতরে ঢুকেছিলেন। কিন্তু আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল যে, রমেশ ভিতরে ঢুকেও ওই তিন শিশুকে নিয়ে বাইরে বেরিয়ে আসতে পারেননি। কারখানার ভিতরেই ওই চারজন জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারায়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের কয়েকটি ইঞ্জিন। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভার পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয় চারটি দেহ। ওই শিশুরা কারখানার শ্রমিকের সন্তান।

জানা গিয়েছে, ওই কারখানার বেশিরভাগ শ্রমিক ছিলেন মহিলা। মহিলারা প্রতিদিনই সন্তানদের নিয়েই কাজে আসতেন। সে কারণেই এদিনের অগ্নিকাণ্ডে তিন হতভাগ্য শিশু প্রাণ হারিয়েছে। এদিনের অগ্নিকাণ্ডে কারখানাটি প্রায় পুরোটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে।

স্টেশন হাউস অফিসার যোগেন্দ্র সিং জানিয়েছেন, কারখানার অগ্নিকাণ্ডে চারজন আহত হয়েছেন। আহতেরা ওই কারখানারই শ্রমিক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলেরই অবস্থা স্থিতিশীল।