নিজের বাড়িতেই জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন কাশ্মীরের জনপ্রিয় অভিনেত্রী আমরিন ভাট। তাঁকে মেরে ফেলায় জড়িত জঙ্গিদের নিকেশ করল (J&K) কাশ্মীরের পুলিশ। দুটি পৃথক অভিযানে খতম হয়েছে চার জঙ্গি। নিহতদের দুজন জইশ ই মহম্মদ ও দুজন লস্কর গোষ্ঠিক।
শুক্রবার ভোরে শ্রীনগরের সৌরা এলাকায় জঙ্গিদের সঙ্গে পুলিশের তীব্র গুলির লড়াই চলে। এখানে নিহত দুই জঙ্গি লস্কর ই তৈবা গোষ্ঠির। তাদের নাম শাকির আহমেদ ওয়াজা ও আফরিন আফতাব মালিক।নিহত জঙ্গিদের থেকে একটি একে-৪৭ ও একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। আরও একটি অভিযানে দুই জইশ জঙ্গিকে খতম করা হয়েছে।
নিহত জঙ্গিদের মধ্যে দু জন জড়িত কাশ্মীরি অভিনেত্রী আমরিন ভাটকে খুনের ঘটনায়। বুধবার নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন আমরিন। আহত হন অভিনেত্রীর নাবালক ভাইপোও। আমরিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।