J&K: জঙ্গি হামলায় শ্রীনগরে আতঙ্ক, সিআরপিএফ জওয়ান শহিদ

পর্যটনের মরশুমে আতঙ্ক। জম্মু কাশ্মীরের (Kashmir) রাজধানী শ্রীনগরে জঙ্গি হামলা হলো ফের। জঙ্গিদের গুলিতে শহিদ হলেন এক সিআরপিএফ জওয়ান। জখম হয়েছেন আরও এক জওয়ান। সোমবার…

Kashmir Indian Army

short-samachar

পর্যটনের মরশুমে আতঙ্ক। জম্মু কাশ্মীরের (Kashmir) রাজধানী শ্রীনগরে জঙ্গি হামলা হলো ফের। জঙ্গিদের গুলিতে শহিদ হলেন এক সিআরপিএফ জওয়ান। জখম হয়েছেন আরও এক জওয়ান। সোমবার শ্রীনগরের লাল চকে ঘটনাটি ঘটেছে।

   

এদিনই পুলওয়ামায় গুলিবিদ্ধ হন দুজন শ্রমিক। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। জানা গিয়েছে, দু’জনই বিহারের বাসিন্দা। পুলওয়ামার পরেই লাল চকে হয় জঙ্গি হানা।

গত ১৫ দিনে পুলওয়ামা এলাকায় চারবার আক্রান্ত হলেম কাশ্মীরে কাজ করতে আসা ভিনরাজ্যের শ্রমিকরা। প্রথম ঘটনাটি ঘটে গত ১৯ মার্চ। সেদিন গুলিতে জখম হন উত্তরপ্রদেশের এক মিস্ত্রি। দু’দিন পর ফের জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় বিহারের শ্রমিকের। এরপর পুলওয়ামায় ফের শ্রমিকদের উপর গুলি চলেছে। আর রাজধানী শ্রীনগরে জঙ্গি হামলার পর জারি হয়েছে সতর্কতা।