Hemant Soren: রাঁচিতে রানিকাহিনী? মুখ্যমন্ত্রী হেমন্ত গ্রেফতার হলেই ‘প্ল্যান-বি’

hemant soren

জমি দুর্নীতির মামলায় ইডি জেরার মুখোমুখি (Hemant Soren) হেমন্ত সোরেন। আজই তাঁকে গ্রেফতার করা হতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সরকারে থাকা মহাজোটের শরিকরা। ফলে তৈরি হয়েছে ‘প্ল্যান বি’। রাঁঁচির রাজকাহিনীতে কি এক রানির আবির্ভাব হতে চলেছে? ঝাড়খণ্ড সরগরম। 

ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন বলেছেন, “ কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমাদের সংবিধানের মধ্যে থেকে কাজ করতে হবে। আমরা চাই আইনশৃঙ্খলা বজায় থাকুক।” মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকারি বাসভবন, রাজভবন এবং রাঁচিতে ইডি অফিসের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

   

জেএমএম, কংগ্রেস বিধায়কদের সবাইকে রাঁচিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে থাকার নির্দেশ দিয়েছেন হেমন্ত সোরেন। পরিস্থিতি প্রতিকুল হলে প্রয়োগ করা হবে ‘প্ল্যান বি’। জেএমএম মনে করছে লোকসভা ভোট থেকে হেমন্ত সোরেনকে দূরে রাখতে মরিয়া বিজেপি। মহাজোটের শরিক জেএমএম, কংগ্রেস ও আরজেডির অভিযোগ, কেন্দ্রের মোদী সরকার চায় অ-বিজেপি সরকারগুলিকে ভেঙে দিতে। সেই কারণে বেশি ততপর ইডি।

জমি দুর্নীতির তদন্তে এর আগেও হেমন্ত সোরেনকে জেরা করেছিল ইডি। তার সরকারি বাসভবনেই জেরা হয়েছিল। এবারের জেরায় তিনি গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। তাদের এই আশঙ্কা থেকে জন্ম নিয়েছে এক রানি কাহিনী। এটাই ‘প্ল্যান বি’। পরিস্থিতি প্রতিকূল হলে ঝাড়খণ্ড পেতে চলেছে মহিলা মুখ্যমন্ত্রী। হেমন্তর স্ত্রী কল্পনা সোরেন আসতে পারেন কুর্সিতে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন