Jamshed J Irani: না ফেরার দেশে ‘স্টিল ম্যান অফ ইন্ডিয়া’

৪ দশকেরও বেশি সময়, টাটা স্টিল পরিবারের এক গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। শুধুমাত্র ভারতের নয় বিশ্ব দরবারে ‘স্টিল ম্যান অফ ইন্ডিয়া’ বলেই তাঁকে অভিহিত করতো…

Jamshed J Irani: না ফেরার দেশে 'স্টিল ম্যান অফ ইন্ডিয়া'

৪ দশকেরও বেশি সময়, টাটা স্টিল পরিবারের এক গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। শুধুমাত্র ভারতের নয় বিশ্ব দরবারে ‘স্টিল ম্যান অফ ইন্ডিয়া’ বলেই তাঁকে অভিহিত করতো সকলে। ২০১১ সালে অবসর নেন তিনি। গতকাল রাতে না ফেরার দেশে চলে গেলেন ভারতের স্টিলম্যান জামশেদ জে ইরানি (Jamshed J Irani)।

সোমবার রাতে ঝাড়খণ্ডের জামশেদপুরে পরল গমন করেন জামশেদজি। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮৫ বছর।

Advertisements

৪৩ বছরের দীর্ঘ পথ অতিক্রম করেছেন টাটা স্টিলের সঙ্গে। তার হাত ধরেই tata স্টিল আন্তর্জাতিক স্তরে উচ্চতায় পৌঁছেছিল, পরিচিতি পেয়েছিল দুনিয়ায়। ২০০৭ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছে টাটা স্টিল।