কাশ্মীরের আকাশে পাক ড্রোন

আবারও কাশ্মীর (Jammu Kashmir) উপত্যকার আকাশে দেখা মিলল পাক ড্রোনের। জানা গিয়েছে, সাম্বায় (Samba) আন্তর্জাতিক সীমান্তের কাছে জম্মু ও কাশ্মীর পুলিশ একটি ড্রোন দেখতে পেয়েছে।…

আবারও কাশ্মীর (Jammu Kashmir) উপত্যকার আকাশে দেখা মিলল পাক ড্রোনের। জানা গিয়েছে, সাম্বায় (Samba) আন্তর্জাতিক সীমান্তের কাছে জম্মু ও কাশ্মীর পুলিশ একটি ড্রোন দেখতে পেয়েছে।

Advertisements

এক পুলিশ কর্তা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে গতকাল রাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ড্রোনটির গতিবিধি শনাক্ত করেছে। গতকাল গভীর রাতে সাম্বার মাঙ্গু চক গ্রামের গ্রামবাসীরা ওই এলাকায় একটি ড্রোন দেখতে পাওয়ার কথা পুলিশকে জানায়। পুলিশ বাহিনী একটি তল্লাশি অভিযান চালাচ্ছে।

Advertisements

এর পরেই ওই অঞ্চলে তল্লাশি অভিযান শুরু হয়। কর্মকর্তারা আরও বলেন, ‘সাম্বার মাঙ্গু চক গ্রামের গ্রামবাসীরা ওই এলাকায় একটি ড্রোন দেখার বিষয়ে পুলিশকে জানানোর পর নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালানোর জন্য একটি ড্রোন উড়িয়েছে। গত দুই সপ্তাহের মধ্যে এটি তৃতীয় ঘটনা এর আগে গত ৪ জুলাই জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন রাজপুরা এলাকার গ্রামবাসীরা একটি পাকিস্তানি ড্রোন দেখতে পান বলে জানা গিয়েছে।