উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে (Vice President Election) জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করেছে এনডিএ। এবার বিরোধী জোটের তরফে কে হবেন প্রার্থী? চলছে এমন আলোচনা। এই প্রেক্ষিতে সর্বদলীয় বিরোধী সভায় তৃণমূল কংগ্রেস অনুপস্থিত! এতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য।
রবিবার প্রার্থী বাছাই করতে পারে বিরোধীরা। এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাসভবনে বৈঠকে বসছে বিরোধী শিবির। কিন্তু সেই বৈঠকে থাকছে না তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত ২১ জুলাইয়ের সমাবেশ প্রস্তুতি সভাতেই জোর দিচ্ছেন দলের নেতারা। তাই কোনরকম বৈঠকে উপস্থিত থাকছেন না তাঁরা।
জানা গেছে, ২১ জুলাইয়ের সভার পর বিকেলে কালীঘাটের দলীয় কার্যালয়ে সাংসদদের সঙ্গে বৈঠক সারবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। আলোচনা হবে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়েও। তাই এখনই কোনও সিদ্ধান্ত নিতে নারাজ টিএমসি।
উপরাষ্ট্রপতি পদে এনডিএ তরফে প্রার্থী করা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে। টানা সংঘাতের জেরে ধনখড় মমতা সম্পর্ক তিক্ত। মনে করা হচ্ছে, তাই একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।