Poster Controversy: বিজেপির পোস্টারে নিজের ছবি দেখে অবাক ২০০ বিঘা জমির মালিক কৃষক

Poster Controversy

Poster Controversy: ২০০ বিঘা জমির মালিক এক কৃষকের ছবি বিজেপির ঋণ এবং নিলামের ব্যানারে লাগানো হয়েছে।নির্বাচনী রাজনীতির কারণে, আপনি বিভিন্ন জায়গায় এবং অনেক সমাবেশে ব্যানার থেকে নেতাদের বক্তৃতা এবং তাদের প্রতিশ্রুতি শুনতে এবং পড়তে পারেন। কিন্তু আজ আমরা যে মামলার কথা বলতে যাচ্ছি তা রাজস্থানের। যেখানে বিজেপির প্রচারণার ব্যানারে একজন কৃষকের ছবি লাগানো হয়েছিল এবং তাতে লেখা ছিল “১৯ হাজারের বেশি কৃষকের জমি নিলাম করা হয়েছে, এখন রাজস্থান সহ্য করবে না”। কিন্তু এই লাইন নিয়ে বিতর্ক তৈরি হয় যখন ছবির কৃষক তার ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হতে দেখেন।

Advertisements

কৃষক জানান, তার কোনো ঋণ নেই
এই ব্যানারের কারণে ক্ষোভ প্রকাশ করে ওই কৃষক বলেছেন, তার কোনো জমি কেনা হয়নি, শুধু তাই নয়, তার ওপর কোনো ঋণ বা অন্য কোনো ঋণ নেই। সরকার মিথ্যাচার করে তার মানহানি করছে।

মামলার প্রস্তুতি নিচ্ছেন কৃষক
এই ব্যানারের খবর পুরোপুরি জানার পর সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন কৃষক। এখন এই ব্যানার নিয়ে মামলা করার প্রস্তুতিও নিচ্ছেন তিনি। আমরা যদি কৃষকের কথা বিশ্বাস করি, তার ২০০ বিঘা জমি রয়েছে এবং তার পরিবারে কোনো সমস্যা নেই। মিথ্যা মানহানি করায় কৃষক এখন মামলা করবেন বলেও জানিয়েছেন।

Advertisements

গ্রামের যুবক ছবিটি শনাক্ত করেছে
আসলে, এই ব্যানার লাগানো হয়েছিল রাজস্থানের জয়সলমেরের একটি বাসস্টপে। কিন্তু একই গ্রামের আরেক যুবক বাসস্টপে সেই ছবি দেখে মোবাইল ক্যামেরায় ছবি তোলেন। গ্রামের মানুষের হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করেছেন। ওই দলের সঙ্গে কৃষকের ছেলেও যুক্ত ছিল। এরপর তিনি তার ব্যানারের খবর বাবাকে জানান। এরপর থেকে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। এ ছবি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কৃষক।