নতুন পর্ব, উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিলেন ধনকড়

গতকালই রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত এনডিএ পদপ্রার্থী জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) আজ সকালেই রাষ্ট্রপতি নির্বাচন চলাকালীন জমা দিলেন মনোনয়ন। উপস্থিত ছিলেন…

গতকালই রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত এনডিএ পদপ্রার্থী জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) আজ সকালেই রাষ্ট্রপতি নির্বাচন চলাকালীন জমা দিলেন মনোনয়ন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ এনডিএ শিবিরের অন্যান্য নেতারাও।

শনিবারই উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে বিজেপির তরফে জগদীপ ধানকড়ের নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, আমাদের কিসান পুত্র জগদীপ ধনকড় উপরাষ্ট্রপরি পদের জন্য বেছে নেওয়া হয়েছে। রাজ্যপাল পদে আপাতত দায়িত্ব দেওয়া হল মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে। পরবর্তী সময়ে স্থায়ী রাজ্যপাল হিসেবে বেছে নেওয়া হবে অন্য কাউকে।

অন্যদিকে বিরোধীদের তরফে বেছে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভাকে। গতকাল এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাসভবনে বৈঠকের পর বিরোধীদের তরফে তাকেই বেছে নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ শিবির সহজে পার করলেও উপরাষ্ট্রপতি নির্বাচনে তাঁদের বেগ পেতে হতে পারে।
গতকালই বাংলার নতুন অস্থায়ী রাজ্যপালকে স্বাগত জানিয়েছেন বিজেপি।

 

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল শ্রী লা গণেশনকে অভিনন্দন জানাই। রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্যপালকে সবরকম সহযোগিতা করব আমরা।