রাষ্ট্রপতি নির্বাচনেও টাকার খেলা চলছে, দাবি যশবন্তের

রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election) ঘিরে সারা দেশজুড়ে উত্তাপ বেড়েছে। মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) এবং যশবন্ত সিনহা (Yashwant Sinha)। সকাল ১০ টা থেকে…

রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election) ঘিরে সারা দেশজুড়ে উত্তাপ বেড়েছে। মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) এবং যশবন্ত সিনহা (Yashwant Sinha)। সকাল ১০ টা থেকে ভোট দিচ্ছেন সমস্ত রাজ্যের বিধায়ক সাংসদরা। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। তিনি বলেন, টাকার খেলা চলছে। টাকা দিয়ে সরকার পক্ষের দিকে ভোট টানার চেষ্টা, রাজনৈতিক দলগুলিকে ভেঙে ফেলার চক্রান্ত হচ্ছে।

তাঁর কথায়, তবে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে যে অভিযোগ উঠছে একেবারেই কাম্য নয়। তিনি আরও বলেন, এটা শুধু রাজনৈতিক লড়াই নয়। সরকারি এজেন্সিগুলোর বিরুদ্ধেও তিনি লড়াই জারি রেখেছেন বলেও দাবি করেন যশবন্ত। কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে যশবন্ত বলেন, তারা এতটাই ক্ষমতার শীর্ষে উঠে এসেছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে ভেঙে ফেলার চেষ্টা চলছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সংবাদমাধ্যমের উদ্দেশ্যে যশবন্তের সাফ বার্তা, দেশ গণতন্ত্রের পথেই হাঁটবে নাকি তাতে ইতি পড়বে, এই নির্বাচনে তা বোঝা যাবে। সকলের কাছে আমার আবেদন, নিজেদের অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে ভোটদান করুন।

এদিনেই বিধানসভা থেকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad hakim) দাবি করেন, বাংলা থেকে রেকর্ড ভোট পাবেন যশবন্ত সিনহা। অন্যদিকে, ৭০ শতাংশ ভোট পেয়ে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবেন দ্রৌপদী মুর্মু।দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সব মিলিয়ে, সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি পদে নির্বাচিত না হলেও রাষ্ট্রপতি নির্বাচন যে বঙ্গ রাজনীতির উত্তাপ বাড়িয়েছে এবিষয়ে সন্দেহ নেই।