British King’s Coronation: চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্বে ধনকড়

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরি হিসাবে রাজ্যাভিষেক (British King’s Coronation) হবে তৃতীয় চার্লসের। আগামী ৬ মে ব্রিটেনের রাজা হিসাবে শপথ নেবেন তিনি। শুক্র ও শনিবার, দু’দিন ধরে চলবে সেই অনুষ্ঠান।

Jagdeep Dhankar Represents Indian Government at British King's Coronation

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরি হিসাবে রাজ্যাভিষেক (British King’s Coronation) হবে তৃতীয় চার্লসের। আগামী ৬ মে ব্রিটেনের রাজা হিসাবে শপথ নেবেন তিনি। শুক্র ও শনিবার, দু’দিন ধরে চলবে সেই অনুষ্ঠান।

উল্লেখ্য,২০২২ সালের ৯ সেপ্টেম্বর প্রয়াত হন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। রানির মৃত্যুর পর রাজ্যপাট হাতে পান ৭৩ বছরের চার্লস। তবে রাজা হওয়ার আট মাস পরে তাঁর রাজ্যাভিষেক হতে চলেছে।

সেই উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন বিশিষ্টজনদের। আমন্ত্রণ পেয়েছে ভারতও। ব্রিটেনের রাজার শপথ গ্রহণের রাজকীয় অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়।

জানা গেছে, আগামী ৬ মে লন্ডনের ওয়েস্টমিনস্টারে রাজ্যাভিষেক হবে রাজা তৃতীয় চার্লসের। সেই অনুষ্ঠান উপলক্ষেই দুই দিনের জন্য ব্রিটেন সফরে যাচ্ছেন উপরাষ্ট্রপতি।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ব্রিটেনের রাজার রাজ্যাভিষেকে অংশ নিতে আগামী ৫ ও ৬ তারিখ ব্রিটেন সফরে যাচ্ছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। আগামী ৬ মে ব্রিটেনের রাজা হিসাবে তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট হিসাবে তাঁর স্ত্রী ক্যামিলা শপথ গ্রহণ করবেন।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধে মিল রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে ব্রিটেনের রাজকীয় ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে ভারত।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যেও আমন্ত্রণ পেয়েছিল ভারত। সেই সময় ব্রিটেনে গিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রানির মৃত্যুতে শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছিলেন তিনি।