Youth Arrested For Mimicking: মোদী-শাহকে নকল করে অশ্লীল ভিডিও, ধৃত যুবক

Narendra Modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah ) নকল করে অশ্লীল ভিডিও (Mimicking) তৈরির অভিযোগে মধ্যপ্রদেশে গ্রেফতার হলেন এক ব্যক্তি।

ধৃত ব্যক্তি অবশ্য কোনও কৌতুক শিল্পী নন। অভিযোগ তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই মোদী ও শাহকে নিয়ে অশ্লীল ভিডিও তৈরি করেছেন। ওই ভিডিওতে মোদী-শাহর মুখে বসিয়েছেন একের পর এক অশালীন শব্দ। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরাল হয়েছে। মধ্যপ্রদেশের জব্বলপুর শহরের এই ঘটনা।

   

জব্বলপুর পুলিশ সুপার সিদ্ধার্থ বহুগুনা বলেছেন, অভিযুক্ত ব্যক্তি নরেন্দ্র মোদী ও অমিত শাহকে আপত্তিকরভাবে নকল করেছেন। শুধু তাই নয়, এই দুই রাজনীতিকের মুখে একের পর এক অশ্লীল শব্দ বসিয়েছেন। সে কারণেই ওই যুবককে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আদিল খান। ওমটি থানায় তার বিরুদ্ধে দাঙ্গা বাধানোর মত উস্কানিমূলক মন্তব্য, অশ্লীল ভঙ্গিতে গান পরিবেশন-সহ বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে হাস্যরস পরিবেশন করতে গিয়ে এর আগেও অনেকেই পুলিশি ঝামেলায় পড়েছেন। এর আগে নোট বাতিলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যঙ্গ করে একটি ভিডিও রেকর্ডিং করেছিলেন দেশের জনপ্রিয় কৌতুক শিল্পী শ্যাম রঙ্গিলা। কিন্তু চাপের মুখে সেই রেকর্ডিং সম্প্রচার করেনি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাস। কয়েক বছর আগে এই অভিযোগ করেছিলেন শ্যাম। যদিও পরবর্তী ক্ষেত্রে তিনি মোদীকে নকল করে বহু হাস্যরস পরিবেশন করেছেন। এমনকী মোদীর মিমিক্রি করেই তিনি নেট দুনিয়ায় বিখ্যাত হয়ে উঠেছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন