
শ্রীহরিকোটা: নতুন বছরের শুরুতেই একরাশ হতাশা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র (ISRO) ঝুলিতে। সোমবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি৬২ (PSLV-C62) রকেটের সফল উৎক্ষেপণ হলেও, শেষ রক্ষা হলো না। তৃতীয় পর্যায়ের দহনের সময় যান্ত্রিক ত্রুটির জেরে নির্ধারিত কক্ষপথ থেকে বিচ্যুত হয় রকেটটি। ফলে ডিআরডিও-র ‘অন্বেষা’ (EOS-N1)-সহ ১৬টি উপগ্রহই মহাকাশে বিলীন হয়ে গেল।
ঠিক কী ঘটেছিল?
উৎক্ষেপণের প্রথম দুটি পর্যায়ে রকেটের গতিপথ এবং পারফরম্যান্স অত্যন্ত স্বাভাবিক ছিল। কিন্তু বিপর্যয় নেমে আসে তৃতীয় পর্যায়ে। ইসরো প্রধান ভি. নারায়ণন জানান, “তৃতীয় পর্যায়ের শেষে যানের কার্যক্ষমতা স্বাভাবিক থাকলেও, হঠাৎ করেই রকেটের ‘রোল রেট’-এ গোলমাল এবং গতিপথের বিচ্যুতি লক্ষ্য করা যায়। আমরা তথ্য বিশ্লেষণ করছি, খুব শীঘ্রই বিস্তারিত জানানো হবে।”
এক বছরের মধ্যে দ্বিতীয় ব্যর্থতা ISRO PSLV-C62 mission failure
গত বছর পিএসএলভি-সি৬১ (PSLV-C61) মিশনের ব্যর্থতার স্মৃতি এখনও টাটকা। সেই মিশনের মতো এবারও তৃতীয় পর্যায়ের গোলমালের কারণে কক্ষপথে উপগ্রহ স্থাপন করা সম্ভব হলো না। টানা দু’বার ইসরোর অত্যন্ত নির্ভরযোগ্য পিএসএলভি রকেটের এই বিফলতা দেশের মহাকাশ বিজ্ঞানী মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে সলিড-ফুয়েল মোটর বা নোজল-এর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কী কী হারাল ভারত?
এই মিশনে ভারতের প্রধান লক্ষ্য ছিল ডিআরডিও-র সামুদ্রিক নজরদারি উপগ্রহ অন্বেষা। এছাড়াও ছিল একাধিক ছাত্র-উপগ্রহ, বেসরকারি স্টার্টআপের উদ্ভাবনী যন্ত্র এবং স্পেনের ‘কেস্ট্রেল’ (KID) রি-এন্ট্রি ডেমোনস্ট্রেটর। বাণিজ্যিকভাবেও এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিপর্যয়ের ফলে বিশ্বের বাণিজ্যিক উপগ্রহ উৎক্ষেপণের বাজারে ভারতের বিশ্বাসযোগ্যতা বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়ল।
ইসরো জানিয়েছে, একটি উচ্চ পর্যায়ের ‘ফেলিয়ার অ্যানালাইসিস কমিটি’ (FAC) গঠন করা হবে এই বিপর্যয়ের কারণ খুঁজে বের করার জন্য। ২০২৬ সালে গগনযান থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ মিশনের প্রস্তুতি নিচ্ছে ভারত, তার আগে পিএসএলভি-র এই জোড়া ব্যর্থতা ইসরোর আত্মবিশ্বাসে কিছুটা হলেও আঘাত হানল।
Bharat: ISRO faces a major setback as the PSLV-C62 mission fails shortly after launch from Sriharikota. All 16 satellites, including DRDO’s Anvesha, were lost due to third-stage anomalies. Read the full technical breakdown and ISRO Chief’s statement here.










