টানা দুদিন শেয়ারবাজারের ধসে উদ্বেগ বাড়ছে বিনিয়োগকারীদের

মঙ্গলবার ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ওইদিন চাঙ্গা হয়ে উঠেছিল শেয়ারবাজার। কিন্তু তারপরেই পরপর দু’দিন মুখ থুবড়ে পড়েছে বাজার। শুক্রবার বাজার…

মঙ্গলবার ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ওইদিন চাঙ্গা হয়ে উঠেছিল শেয়ারবাজার। কিন্তু তারপরেই পরপর দু’দিন মুখ থুবড়ে পড়েছে বাজার। শুক্রবার বাজার বন্ধের সময় বোম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক বিএসসি সেনসেক্স ১৪৩.২০ পয়েন্ট পড়ে ৫৮৬৪৪.৮২ পয়েন্টে থিতু হয়। সেনসেক্সের পাশাপাশি পতন ঘটেছে জাতীয় শেয়ারবাজার বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের। জাতীয় শেয়ার সূচক নিফটি এদিন ৪৩.৯০ পয়েন্ট পড়ে ১৭৫১৬.৩০ পয়েন্টে থিতু হয়।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

শুক্রবার সকালে বাজার খুলতেই শেয়ারবাজার ছিল নিম্নমুখী। বিশেষ করে রাষ্ট্রীয় ব্যাংকগুলির শেয়ারদর অনেকটাই পড়ে যায়। দুপুর ১ টা নাগাদ সেনসেক্স ৫৮ হাজারের নিচে নেমে গিয়েছিল। ফলে বিনিয়োগকারীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায়। অনেকেই আশঙ্কা করেছিলেন সেনসেক্স হয়তো ৫৮ হাজারের নিচে নেমে যাবে। যদিও দিনের শেষে সকালের সেই ধাক্কা অনেকটাই সামলে নেয় বাজার। তবে শেষপর্যন্ত তাতে বড় ধরনের কিছু লাভ হয়নি। এই নিয়ে বৃহস্পতি ও শুক্রবার পরপর দু’দিন ৯১৩ পয়েন্ট পড়ল সেনসেক্স। এখন দেখার সোমবার বাজার খুললে কী অবস্থা হয়।

তবে শেয়ারবাজারের পতন হলেও এদিন সোনার দর ছিল অপরিবর্তিত। বৃহস্পতিবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ২০০ টাকা বেড়ে হয়েছিল ৪৫১০০ টাকা। পাশাপাশি প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ২২০ টাকা বেড়ে হয়েছিল ৪৯২০০ টাকা। বিয়ের ভরা মরসুম চলছে। এই অবস্থায় নতুন করে সোনার দাম বাড়ায় মধ্যবিত্ত মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তবে শুক্রবার প্রতি কেজি রুপোর দাম ৪০০ টাকা কমেছে। এদিন প্রতি কেজি রুপোর দাম হয় ৬১ হাজার টাকা।