প্রেমিকার টানে কাঁটা তার টপকে পাকিস্তানে উত্তরপ্রদেশের যুবক, হাতেনাতে গ্রেফতার

bsf issues ops alert in india bangladesh boarder
bsf issues ops alert in india bangladesh boarder

লখনউ: প্রেম মানে না বাধা! প্রেমের টানে পেরিয়েছিলেন কাঁটাতার৷ প্রেমিকার দেখা পেতে সীমান্ত পেরিয়ে  ভারত থেকে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন তিনি৷ কিন্তু, প্রেম পূর্ণতা পাওয়ার আগেই গ্রেফতার উত্তরপ্রদেশের আলিগড় জেলার যুবক৷ অনুপ্রবেশের অভিযোগে পাকিস্তানের পঞ্জাবের মাণ্ডি বাহাউদ্দিন থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ জানা গিয়েছে ওই যুবকের নাম বাদল বাবু৷ বয়স ৩০৷ (Indian Youth Enter Pakistan Illegally)

কী করে আলাপ হল দু’জনের? Indian Youth Enter Pakistan Illegally

পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে বাবু জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ওই তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল তাঁর৷ সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ প্রেমিকাকে একবার সামনে থেকে দেখতে মরিয়া হয়ে উঠেছিলেন বাবু। তাই, বৈধ ভিসা বা ভ্রমণের নথি কোনও কিছুর পরোয়া না করেই ঢুকে পড়েন পাকিস্তানে৷ কিন্তু, বৈধ নথি ছাড়া পাক মুলুকে পা দিতেই বিপত্তি৷ গত ২৭ ডিসেম্বর পাক পুলিশের হাতে গ্রেফতার হন বাদল বাবু৷ পাকিস্তানের ফরেনার্স অ্যাক্টের ১৯৪৬-এর ১৩ এবং ১৪ ধারায় আটক করা হয় তাঁকে৷ পরে বাবুকে আদালতে পেশ করা হলে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচাকর৷ আগামী ১০ জানুয়ারি পরবর্তী শুনানির হবে৷ 

   

আগেও অনুপ্রবেশের চেষ্টা Indian Youth Enter Pakistan Illegally

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এর আগেও নাকি দু’বার ভারত-পাকিস্তান সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেছিলেন বাদল বাবু৷ তবে দু’বারই ব্যর্থ হন। তৃতীয়বারের চেষ্টায় সীমান্তের বাধা টপকে ঢুকে পড়েন পাকিস্তানে৷ সোজা চলে যান মান্ডি বাহাউদ্দিনে৷ সেখানেই প্রেমিকার সঙ্গে দেখা করেন তিনি৷ অনলাইনে বাবুর সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে তাঁকে সাহায্য করেন তাঁর প্রেমিকাই৷ তবে শেষরক্ষা হল না৷ পুলিশের হাতে ধরা পড়েন বাবু৷ তাঁর অনুপ্রবেশের পেছনে শুধুমাত্র প্রেমের সম্পর্কই ছিল, নাকি অন্য কোনও উদ্দেশ্য, তা খতিয়ে দেখছে পাকিস্তান পুলিশ৷ 

এমন ঘটনা নতুন নয় Indian Youth Enter Pakistan Illegally

প্রেমের টানে সীমান্ত পার করার ঘটনা এই প্রথম নয়৷ ২০২৪ সালের জুলাই মাসে, উত্তর প্রদেশেরই এক যুবক পাকিস্তানের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন৷ এপাক তরুণীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে সীমান্ত পেরনোর চেষ্টা করেছিলেন। তবে, বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) তাঁকে আটক করে জম্মু ও কাশ্মীরে খোখর সীমান্ত পোস্টে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়৷ 

Bharat: Badal Babu, a 30-year-old from Uttar Pradesh, crossed the India-Pakistan border illegally to meet his social media girlfriend. Arrested for lack of travel documents, he now faces legal charges under Pakistan’s Foreigners Act.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন