প্রেমিকার টানে কাঁটা তার টপকে পাকিস্তানে উত্তরপ্রদেশের যুবক, হাতেনাতে গ্রেফতার

লখনউ: প্রেম মানে না বাধা! প্রেমের টানে পেরিয়েছিলেন কাঁটাতার৷ প্রেমিকার দেখা পেতে সীমান্ত পেরিয়ে  ভারত থেকে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন তিনি৷ কিন্তু, প্রেম পূর্ণতা পাওয়ার আগেই…

bsf issues ops alert in india bangladesh boarder

লখনউ: প্রেম মানে না বাধা! প্রেমের টানে পেরিয়েছিলেন কাঁটাতার৷ প্রেমিকার দেখা পেতে সীমান্ত পেরিয়ে  ভারত থেকে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন তিনি৷ কিন্তু, প্রেম পূর্ণতা পাওয়ার আগেই গ্রেফতার উত্তরপ্রদেশের আলিগড় জেলার যুবক৷ অনুপ্রবেশের অভিযোগে পাকিস্তানের পঞ্জাবের মাণ্ডি বাহাউদ্দিন থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ জানা গিয়েছে ওই যুবকের নাম বাদল বাবু৷ বয়স ৩০৷ (Indian Youth Enter Pakistan Illegally)

কী করে আলাপ হল দু’জনের? Indian Youth Enter Pakistan Illegally

পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে বাবু জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ওই তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল তাঁর৷ সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ প্রেমিকাকে একবার সামনে থেকে দেখতে মরিয়া হয়ে উঠেছিলেন বাবু। তাই, বৈধ ভিসা বা ভ্রমণের নথি কোনও কিছুর পরোয়া না করেই ঢুকে পড়েন পাকিস্তানে৷ কিন্তু, বৈধ নথি ছাড়া পাক মুলুকে পা দিতেই বিপত্তি৷ গত ২৭ ডিসেম্বর পাক পুলিশের হাতে গ্রেফতার হন বাদল বাবু৷ পাকিস্তানের ফরেনার্স অ্যাক্টের ১৯৪৬-এর ১৩ এবং ১৪ ধারায় আটক করা হয় তাঁকে৷ পরে বাবুকে আদালতে পেশ করা হলে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচাকর৷ আগামী ১০ জানুয়ারি পরবর্তী শুনানির হবে৷ 

   

আগেও অনুপ্রবেশের চেষ্টা Indian Youth Enter Pakistan Illegally

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এর আগেও নাকি দু’বার ভারত-পাকিস্তান সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেছিলেন বাদল বাবু৷ তবে দু’বারই ব্যর্থ হন। তৃতীয়বারের চেষ্টায় সীমান্তের বাধা টপকে ঢুকে পড়েন পাকিস্তানে৷ সোজা চলে যান মান্ডি বাহাউদ্দিনে৷ সেখানেই প্রেমিকার সঙ্গে দেখা করেন তিনি৷ অনলাইনে বাবুর সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে তাঁকে সাহায্য করেন তাঁর প্রেমিকাই৷ তবে শেষরক্ষা হল না৷ পুলিশের হাতে ধরা পড়েন বাবু৷ তাঁর অনুপ্রবেশের পেছনে শুধুমাত্র প্রেমের সম্পর্কই ছিল, নাকি অন্য কোনও উদ্দেশ্য, তা খতিয়ে দেখছে পাকিস্তান পুলিশ৷ 

এমন ঘটনা নতুন নয় Indian Youth Enter Pakistan Illegally

প্রেমের টানে সীমান্ত পার করার ঘটনা এই প্রথম নয়৷ ২০২৪ সালের জুলাই মাসে, উত্তর প্রদেশেরই এক যুবক পাকিস্তানের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন৷ এপাক তরুণীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে সীমান্ত পেরনোর চেষ্টা করেছিলেন। তবে, বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) তাঁকে আটক করে জম্মু ও কাশ্মীরে খোখর সীমান্ত পোস্টে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়৷ 

Bharat: Badal Babu, a 30-year-old from Uttar Pradesh, crossed the India-Pakistan border illegally to meet his social media girlfriend. Arrested for lack of travel documents, he now faces legal charges under Pakistan’s Foreigners Act.