Indian Rail: মোদী সরকারের বিরুদ্ধে স্টেশন মাস্টার ধর্মঘট, বিপর্যয়ের মুখে রেল পরিষেবা

মোদী সরকারের রেল (Indian Rail) বেসরকারিকরণের প্রতিবাদে কর্ম বিরতিতে যাচ্ছে স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশন। এর ফলে দেশ জুড়ে ব্যাহত হবে ট্রেন চলাচল। আগামী ৩১শে মে সারা…

railway station masters

মোদী সরকারের রেল (Indian Rail) বেসরকারিকরণের প্রতিবাদে কর্ম বিরতিতে যাচ্ছে স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশন। এর ফলে দেশ জুড়ে ব্যাহত হবে ট্রেন চলাচল। আগামী ৩১শে মে সারা দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশন। এই সংগঠনের প্রায় ৩৫ হাজার সদস্য ধর্মঘটে অংশ নেবেন।

কেন্দ্র সরকারের রেল বেসরকারিকরণ নীতির প্রতিবাদে স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশন ধর্মঘটের ডাক দিতেই বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের পাশে থাকার বার্তা দেবে এমনই ধারণা। মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রেলস্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশন টানা ২৪ ঘন্টার ধর্মঘট করবে। তারা সিদ্ধান্ত না বদলালে বড় সমস্যার মুখে পড়তে চলেছে রেল পরিষেবা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, ২০২০ সালের অক্টোবর মাস থেকে কেন্দ্রের কাছে বেশ কিছু দাবিদাওয়া ক্রমাগত পেশ করা হলেও সরকার সে বিষয়ে কোনও গুরুত্ব দেয়নি। এর পরেই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০২০ সালের ৩১ অক্টোবর দিনব্যাপী অনশন ধর্মঘট পালন করেছিল সংগঠনটি। এরপর তারা পুরো কর্মবিরতির পথে।

সংগঠনের তরফে বলা হয়েছে, ১৯৯৭ সালে এমনই ধর্মঘটে যখন মাত্র ২ মিনিটের জন্য সমস্ত ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন তা স্বাভাবিক অবস্থায় ফিরতে প্রায় ৩ থেকে ৪ দিন লেগেছিল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল মুম্বই রেল পরিষেবা।