মুসেওয়ালা খুনের মূল চক্রীকে ধরতে বিদেশে অভিযান

সিধু মুসেওয়ালা হত্যার মুলচক্রী গ্যাংস্টার সচিন বিষ্ণই-কে ধরতে এবার আজারবাইজানের উদ্দেশে রওনা দিল নিরাপত্তা সংস্থার একটি দল। পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালা খুনের মূল ষড়জন্ত্রকারীদের মধ্যে…

সিধু মুসেওয়ালা হত্যার মুলচক্রী গ্যাংস্টার সচিন বিষ্ণই-কে ধরতে এবার আজারবাইজানের উদ্দেশে রওনা দিল নিরাপত্তা সংস্থার একটি দল। পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালা খুনের মূল ষড়জন্ত্রকারীদের মধ্যে একজন। কুখ্যাত দুষ্কৃতী লরেন্স বিষ্ণই-এর ভাইপো গ্যাংস্টার সচিন বিষ্ণই। গত বছর মে মাসে সিধু মুসেওয়ালার হত্যার পর থেকেই সে পলাতক। জাল পাসপোর্টকে হাতিয়ার করে দেশ ছেড়ে পালিয়ে যায় সচিন বিষ্ণই।

দিল্লি পুলিশ স্পেশ্যাল সেল আজ রাতের মধ্যেই আজারবাইজানে পৌঁছে যাবে। জোড়া দলে রয়েছে এসিপি সহ ৪ জন অফিসার এবং কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিটের ২ জন ইন্সপেক্টর। গত বছর মে মাসে সিধু মুসেওয়ালার হত্যার পর থেকেই সচিন বিষ্ণইকে সন্দেহের তালিকায় রেখে তদন্ত শুরু হয়ে এবং এখনও চলছে। তাকে পাকড়াও করা আর তারপর দেশে নিয়ে এলে হত্যাকাণ্ডের অনেক গুরুত্বপূর্ণ উত্তর পাওয়া যাবে।

   

কয়েকদিন আগে সিধু মুসেওয়ালা হত্যার মুলচক্রী গ্যাংস্টার সচিন বিষ্ণই-কে আজারবাইজানে আটক করা হয়। এবার ভারতীয় নিরাপত্তা সংস্থার আধিকারীকরা পৌঁছলে তাকে দেশে নিয়ে আসার প্রক্রিয়া খুব সহজ হবে।

২৯ মে ২০২২ সালে বিখ্যাত পাঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যা করা হয় মানসা জেলার জাওয়াহার্কে গ্রামে। ঘটনার পরের দিন কুখ্যাত দুষ্কৃতী লরেন্স বিষ্ণই গ্যাং-এর গুরুত্বপূর্ণ সদস্য গোল্ডি ব্রার ফেসবুকে পোস্টের মাধ্যমে স্বীকার করে নেয় যে সে সিধু মুসেওয়ালাকে খুনের ছক কষে অন্য এক গ্যাংস্টারের হত্যার বদলা নিতে। পরে পুলিশ গোল্ডি ব্রারকে ঘটনার মাস্টারমাইন্ড আখ্যা দেয়।