১৪ জন মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী

সমুদ্রে আটকে পড়া একাধিক মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। জানা গিয়েছে, ভারতীয় কোস্ট গার্ড (Indian Coast Guard) বুধবার কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউতে দমন…

সমুদ্রে আটকে পড়া একাধিক মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। জানা গিয়েছে, ভারতীয় কোস্ট গার্ড (Indian Coast Guard) বুধবার কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউতে দমন উপকূলে একটি দুঃস্থ নৌকা থেকে ১৪ জন মৎস্যজীবীকে সফলভাবে উদ্ধার করেছে।

চরম আবহাওয়ার মুখোমুখি হয়ে দ্রুত একটি অভিযানে, ইন্ডিয়ান কোস্ট গার্ডের (আইসিজি) কর্মীরা সময়মতো ১৪ জন মৎস্যজীবীকে উদ্ধার করে। তাঁরা তুলসী দেবী নামে একটি নৌকায় ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল।

বুধবার দুপুরে একটি ডুবন্ত নৌকায় থাকা ১১ জন জেলেকে হেলিকপ্টারে করে এয়ারলিফট করে নিরাপদে তীরে নিয়ে আসা হয়। যদিও তিনজন জেলে যারা এর আগে নৌকাটি পুনরায় চালু করতে সক্ষম হওয়ার আশায় নৌকাটি ছেড়ে যেতে অস্বীকার করেছিলেন, সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়েছিল। এমনটাই জানিয়েছেন দমনের কোস্ট গার্ড এয়ার স্টেশনের ডেপুটি আইজি এবং কমান্ডিং অফিসার, এসএসএন বাজপেয়ি। গতকাল কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউ এর,দমন উপকূলের অদূরে একটি পরিত্যক্ত নৌকা থেকে ১৪ জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে দমন উপকূল থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল দূরে তুলসী দেবী নামে ওই নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে গেলে মৎস্যজীবীরা সমুদ্রে আটকে পড়েন।