ফের মানবিকতার উদাহরণ রাখল ভারতীয় সেনা (Indian Army)। বরফ ঢাকা দুর্গম প্রান্তর থেকে চারজনকে উদ্ধার করল সেনা। যার মধ্যে ৩ জন সাধারণ নাগরিক।
ভারতীয় সেনাবাহিনীর বিশেষ দল এবং বিএসএফ জওয়ানদের যৌথ উদ্যোগে বিএসএফ (BSF)-এর এক জওয়ান এবং তিনজন বেসামরিক রোগীকে তুষারাবৃত তাংধর সেক্টর থেকে উদ্ধার করেছে। হেলিকপ্টারে করে আকাশ পথে রক্ষা করা হয়েছে প্রত্যেককে। উদ্ধারের পর জেলা সদরে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে তাঁদের।
প্রচন্ড তুষারের কারণে সাধনা টপের মধ্য দিয়ে যাওয়ার একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে গিয়েছিল। এয়ারলিফট ছাড়া উপায় কোনো উপায় ছিল না সেনার কাছে।
এর আগে গত ৮ জানুয়ারি ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে জম্মু ও কাশ্মীরের ঘাগর হিল গ্রামে এক গর্ভবতী মহিলাকে ভারী তুষারপাত থেকে উদ্ধার করেছিল সেনা।
উল্লেখ্য, কিছু দিন আগেই ৩০ জন কন্যাকে দত্তক নিয়েছিল সেনা। এ-ও এক নজির। প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ সংবাদমাধ্যমকে জানান, “কৃষ্ণা ঘাটি সেক্টরে ভারতীয় সেনাবাহিনী পুঞ্চের মেন্ধারের নারী নিকেতন নামের একটি অনাথ আশ্রমে যায়। এই অনাথ আশ্রমটিতে ২৬ জন মেয়ে এবং চারজন বিধবা রয়েছেন। সেনাবাহিনী শুক্রবার সেই ২৬ টি মেয়েকে দত্তক নিয়েছে এবং শিক্ষা, ব্যক্তিত্ব উন্নয়ন, স্বাস্থ্য এবং সুস্থতার জন্য তাদের বর্তমান ও ভবিষ্যতের প্রয়োজনীয়তা পূরণ করবে বলে অঙ্গীকার করেছে। আর্থিকভাবে স্বাধীন না হওয়া পর্যন্ত মেয়েদের দেখভাল করবে ভারতীয় সেনাবাহিনী।”