India: ভারত মালদ্বীপ থেকে সেনা স্থানান্তরণের কাজ শুরু করলো

  অনেক প্রচেষ্টার পর ভারত মালদ্বীপ থেকে সেনা স্থানান্তরণের কাজ শুরু করেছে। এবার মালদ্বীপ সম্পূর্ণভাবেই রয়ে যাবে চিনের আশ্রয়ে। গত ১০ই মার্চ ভারতের ২৫ জন…

Indian Army vehicle accident

 

অনেক প্রচেষ্টার পর ভারত মালদ্বীপ থেকে সেনা স্থানান্তরণের কাজ শুরু করেছে। এবার মালদ্বীপ সম্পূর্ণভাবেই রয়ে যাবে চিনের আশ্রয়ে। গত ১০ই মার্চ ভারতের ২৫ জন সেনাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, বাকিদেরও মার্চ মাস শেষ হওয়ার আগেই ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সম্মতির ভিত্তিতে দেশটিতে ৮৯ জন ভারতীয় সেনা মোতায়েন করেছিল ভারত।

এই সেনা মোতায়েনের মূল উদ্দেশ্য ছিল ভারত মহাসাগরে চীনের তৎপরতার ওপর নজরদারি করা। তবে তার পাশাপাশি টিকাদান কর্মসূচি, মালদ্বীপের জনবসতিপূর্ন দ্বিপগুলোতে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্য পৌঁছে দেওয়ার কাজও করতেন ভারতীয় সেনারা। কিন্তু নতুন চিনপন্থী প্রেসিডেন্ট চিনের নির্দেশে ভারতের সেনা সারানোর নির্দেশ দিয়েছেন।

ভারতীয় সেনাদের উপস্থিতিকে মালদ্বীপের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থি হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিলেন দেশটির অন্যতম নেতা ও চীনপন্থী রাজনীতিবিদ মোহাম্মদ মুইজ্জু। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর মালদ্বীপ থেকে নিজ সেনা সদস্যদের ফিরিতে নিতে ভারতকে আহ্বানও জানান তিনি। এমনকি তিনি ২০২৪ সালের মার্চের মধ্যে ভারতকে তার সেনাদের ফিরিয়ে নেওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছিলেন। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষায় ভারত।