XE Variant: ভারতে ঢুকল করোনার অতি সংক্রামক এক্স ই ভ্যারিয়েন্ট

ভারতেও করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্স-ই ঢুকল। মুম্বইতে মিলেছে এই ধরণ। আক্রান্তদের পরীক্ষা চলছে।বিশ্বস্বাস্থ্য সংস্থা হু আগেই দাবি করেছে কোভিডের নতুন মিউটেশনের ফসল XE Variant (এক্স…

XE Variant: ভারতে ঢুকল করোনার অতি সংক্রামক এক্স ই ভ্যারিয়েন্ট

ভারতেও করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্স-ই ঢুকল। মুম্বইতে মিলেছে এই ধরণ। আক্রান্তদের পরীক্ষা চলছে।বিশ্বস্বাস্থ্য সংস্থা হু আগেই দাবি করেছে কোভিডের নতুন মিউটেশনের ফসল XE Variant (এক্স ই) ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রামক ক্ষমতাকে ছাপিয়ে যাবে।

হু জানিয়েছে, ইতিমধ্যেই ইউকে-তে বাড়ছে কোভিড কেস। গত এক সপ্তাহে প্রতি ১৩ জনের মধ্যে একজন এই সংক্রমণের শিকার হয়েছেন।

মঙ্গলবার বৃহন্মুম্বই নগরপালিকা এলাকায় ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা করা হয়। তাদের মধ্যে ২৩০ জন মুম্বই শহরের বাসিন্দা। ওই ২৩০ জনের মধ্যে ২২৮ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। বাকিদের মধ্যে একজনের শরীরে কাপ্পা ভ্যারিয়েন্ট এবং অন্যজনের শরীরে ‘এক্স-ই’ ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে।

Advertisements

এক্স ই ভ্যারিয়েন্ট কারোর জন্য ক্ষতিকর হবে না। আবার কারোর দেহে এটি ভয়াবহ আকার নিতে পারে। চিকিৎসকরা জানাচ্ছেন, উপসর্গের মধ্যে রয়েছে, গলাব্যথা, কাশি, ঠাণ্ডা লাগা, শরীরে চুলকানি, পেটজনিত সমস্যা।