১২ জন পাকিস্তানিকে মুক্তি দিল ভারত

ফের মানবিকতার নজির গড়ল ভারত (India)। জানা গিয়েছে, বৃহস্পতিবার আটারি-ওয়াঘা (Atari-wagah) সীমান্ত দিয়ে ৬ জন মৎস্যজীবীসহ ১২ জন পাকিস্তানি বন্দিকে পাকিস্তানে (Pakistan) ফেরত পাঠানো হয়েছে।…

ফের মানবিকতার নজির গড়ল ভারত (India)। জানা গিয়েছে, বৃহস্পতিবার আটারি-ওয়াঘা (Atari-wagah) সীমান্ত দিয়ে ৬ জন মৎস্যজীবীসহ ১২ জন পাকিস্তানি বন্দিকে পাকিস্তানে (Pakistan) ফেরত পাঠানো হয়েছে।

এ বিষয়ে প্রোটোকল অফিসার অরুণপাল সিং বলেন, “এই মৎস্যজীবীরা ভুল করে ভারতে প্রবেশ করেছিল এবং তাঁরা কারাবাস শেষ করে নিজেদের দেশে ফিরে গেছে।”

উল্লেখ্য, জানুয়ারি মাসেই পাকিস্তান ২০ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দেয় এবং তাদের ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠায়। সেইসময় আটারি-ওয়াঘা সীমান্তের প্রোটোকল অফিসার অরুণপাল সিং জানিয়েছেন, জেলেদের করাচির লান্ধি জেলে চার বছর ধরে রাখা হয়েছিল। এ বিষয়ে অলাভজনক পাকিস্তানি সমাজকল্যাণ সংস্থা ইধি ফাউন্ডেশনের মুখপাত্র জানান, সকল আইনি কাজ মিটিয়ে জেলেদের ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছে।

ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের জারি করা ‘ইমার্জেন্সি ট্র্যাভেল সার্টিফিকেট’-এর ভিত্তিতেই ভারতে ঢুকে পড়ে তারা। সবথেকে আবেগঘন মুহুর্ত তখন ছিল যখন ওই মৎস্যজীবীরা ভারতের মাটিতে পা রাখতেই তাঁরা হাঁটু গেড়ে বসে মাটিতে চুম্বন করে।