কাশ্মীর নিয়ে UN মানবাধিকার কমিশনারের মন্তব্য ‘অযৌক্তিক ও ভিত্তিহীন’: দিল্লি

10 Militants Killed in Gunfight with Assam Rifles in Manipur

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রধান ভল্কার তুর্ক কাশ্মীর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা অপ্রতিষ্ঠিত এবং ভিত্তিহীন বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপুঞ্জে স্থায়ী প্রতিনিধি অরিন্দম বাগচী। সোমবার জেনেভায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের ৫৮তম সাধারণ সভায় বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে বক্তৃতা প্রদানকালে তুর্ক কাশ্মীরে মানবাধিকার কর্মীদের হেনস্থার বিষয়টি তুলে ধরেন এবং মণিপুরে হিংসা বন্ধ করতে আরও উদ্যোগী হওয়ার প্রস্তাব দেন।

এ প্রসঙ্গে অরিন্দম বাগচী তুর্কের মন্তব্যের বিরোধিতা করে বলেন, “ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, যেখানে একটি সুস্থ, প্রাণবন্ত এবং বহুত্ববাদী সমাজব্যবস্থা বিদ্যমান।” তিনি এও বলেন, “অপ্রতিষ্ঠিত এবং ভিত্তিহীন মন্তব্যগুলি বাস্তব পরিস্থিতির থেকে সম্পূর্ণ ভিন্ন।” ভারতের বৈচিত্র এবং সমাজের মুক্তচিন্তা আরও ভালভাবে বোঝার প্রয়োজন রয়েছে, বলে মন্তব্য করেন তিনি।

   

অরিন্দম আরও জানান, জম্মু ও কাশ্মীরে বর্তমানে শান্তি বিরাজ করছে এবং সেখানে উন্নয়ন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলেছে। তিনি জম্মু ও কাশ্মীরের নির্বাচনে ভোটদানের হার এবং পর্যটনের বিকাশের উদাহরণ তুলে ধরে বলেন, এসব ঘটনার মাধ্যমে সেখানে উন্নয়নের দৃশ্যমান প্রমাণ পাওয়া যায়।

বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতির ব্যাখ্যা দেওয়ার সময় প্রকৃত তথ্য তুলে ধরা প্রয়োজন বলেও মন্তব্য করেছে দিল্লি। তুর্ক তাঁর বক্তৃতায় ইউক্রেন, গাজা, আমেরিকা, বাংলাদেশ, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, তবে পাকিস্তানের কোনো উল্লেখ করেননি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন