মোদীর শপথে মুইজ্জু! সম্পর্কের টানাপোড়েন মধ্যেই মলদ্বীপের প্রেসিডেন্টকে তাক লাগানো অভ্যর্থনার পরিকল্পনা দিল্লির

India Plans Grand Welcome For Maldives President Mohamed Muizzu
Advertisements

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) শপথ গ্রহণ অনুষ্ঠানে বাকি পড়শি দেশগুলির মতো মলদ্বীপের প্রেসিডেন্টকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন মহম্মদ মুইজ্জু। এরপরই তাঁকে স্বাদত জানাতে তাক লাগানো পরিকল্পনা করেছে দিল্লি!

Advertisements

গত বছর নভেম্বরে মহম্মদ মুইজ্জু মলদ্বীপের প্রেসিডেন্ট পদে লড়াইয়ের সময় ভারত বিরোধী প্রচার চালিয়েছিলেন। সেই সময় থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয় মলদ্বীপের। এরপর পড়শি ওই দেশের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন তিনি। চিন-পন্থী হিসাবে খ্যাত মুইজ্জু শপথ গ্রহণের দিনই বলেন যে ভারতীয় সেনা প্রত্যাহার করতে হবে মলদ্বীপ থেকে। মলদ্বীপ থেকে সরিয়ে নেওয়া হয় ভারতীয় সেনা। এসবের মধ্যেই মইজ্জু প্রেসিডেন্ট হিসাবে প্রথন সফর করেন চীন ও তুর্কীতে। যা সন্দেহ বাড়ায় নয়াদিল্লির।

সেই বিরোধ মেটার আগেই প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়েও ভারত-মলদ্বীপ বিরোধ বাধে। প্রধানমন্ত্রী মোদী ও ভারতীয়দের অপমান করায় দেশজুড়ে ওঠে ‘বয়কট মলদ্বীপ’-র ডাক। এর জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মলদ্বীপের পর্যটন শিল্প।

Advertisements

NDA ছাড়ছেন দুই সাংসদ? মোদীর শপথের আগে বিরাট চিন্তায় বিজেপি

এসবের মধ্যেই গত মঙ্গলবার মোদীর নেতৃত্বে এনডিএ জয় পেতেই অভিনন্দন জানিয়েছিলেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। এক বার্তায় লেখেন, ‘মালদ্বীপ-ভারত সম্পর্ক ইতিবাচক দিকে যাচ্ছে, এই সফরেই তা প্রদর্শিত হবে।’ এরপরই বন্ধুত্বের হাত বাড়ায় দিল্লি। বাকি পড়শি দেশগুলির মতো মলদ্বীপের প্রেসিডেন্টকেও আমন্ত্রণ জানানো হয়েছিল মোদীর তৃতীয়বারের শপথ অনুষ্ঠানে। ।

দিল্লিতে প্রেসিডেন্ট মইজ্জুকে স্বাগত জানানোর প্রস্তুতি সাড়া। তাঁর আগমনের আগে, বিদেশ মন্ত্রকের বাইরে একটি বিশাল ব্যানার লাগানো হয়েছে। যাতে প্রধানমন্ত্রী মোদী এবং মুইজ্জু উভয়কেই দেখা যাচ্ছে।

অনুষ্ঠানে যোগদানকারী অন্যান্য পড়শি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেই প্রধানমন্ত্রী মোদীর পোস্টারও দিল্লি জুড়ে লাগানো হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের ‘নেবারহুড ফার্স্ট’ নীতির অংশ হিসেবে মালদ্বীপ ছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মরিশাস এবং সেশেলস সহ প্রতিবেশী দেশগুলির নেতারা হাজির থাকবেন।

Advertisements