NDA ছাড়ছেন দুই সাংসদ? মোদীর শপথের আগে বিরাট চিন্তায় বিজেপি

২০২৪ এর লোকসভা নির্বাচনে থমকে (NDA) গিয়েছে মোদী জয়রথ। ৪০০ পারের স্লোগান দিয়ে ভোটের ময়দানে নামলেও ২৪০-এই থমকে গিয়েছে গেরুয়া শিবির। একক সংখ্যাগরিষ্ঠতাও হারিয়েছে দল।…

২০২৪ এর লোকসভা নির্বাচনে থমকে (NDA) গিয়েছে মোদী জয়রথ। ৪০০ পারের স্লোগান দিয়ে ভোটের ময়দানে নামলেও ২৪০-এই থমকে গিয়েছে গেরুয়া শিবির। একক সংখ্যাগরিষ্ঠতাও হারিয়েছে দল। এই পরিস্থিতিতে সরকার গঠনে এনডিএ-র শরিক (NDA) দলগুলির দিকে তাকিয়ে বিজেপি হাইকম্যান্ড। দুই বড় দল নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপি লিখিত ভাবে বিজেপিকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে।

তারপর রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবিও জানিয়েছে এনডিএ। কিন্তু তা সত্ত্বেও যেন নিশ্চিন্ত হতে পারছেন না গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। একদিকে মন্ত্রিত্ব নিয়ে ক্রমেই চাপ বাড়াচ্ছে জেডিইউ এবং টিডিপি। দুই দলই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দাবি করেছে। অন্যদিকে এরই মধ্যে বিজেপির চিন্তা বাড়াল আরেক শরিক রাষ্ট্রীয় লোকদল (আরএলডি)।

   

সংসদের সেন্ট্রাল হলে শুক্রবার এনডিএর বৈঠক আয়োজিত হয়। সেই বৈঠকে নরেন্দ্র মোদীর মঞ্চেই ছিলেন জেডিএসের এইচডি কুমারস্বামী, জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ, টিডিপির চন্দ্রবাবু নায়ডু, জেডিইউর নীতীশ কুমার, শিবসেনার একনাথ শিন্ডে, এলজেপিআর-এর চিরাগ পাসোয়ানরা। কিন্তু মঞ্চ থেলে দূরে অনেকটা পিছনে বসেছিলেন আরএলডির জয়ন্ত চৌধরি।

বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রীর দৌড়ে কারা? সামনে এল একাধিক নাম

আর তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। তবে কি এনডিএর প্রতি ক্ষুব্ধ জয়ন্ত? লোকসভা ভোটে বিজেপির জোটসঙ্গী রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) উত্তরপ্রদেশে দুটি আসনে জিতেছে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের প্রাক্তনী জয়ন্ত বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। পশ্চিম উত্তরপ্রদেশের জাঠ বলয়ে জয়ন্ত চৌধরির ব্যাপক প্রভাব রয়েছে।

গত মার্চে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধরি চরণ সিংহের নাতি তথা প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিংহের ছেলে জয়ন্ত অখিলেশের হাত ছেড়ে বিজেপির হাত ধরেন। ফলে ইন্ডিয়া জোটের প্রতি তাঁর দুর্বলতা থাকতেই পারে। যদিও এই বিষয়টি নিয়ে জলঘোলা করতে নারাজ আরএলডি। দলের তরফে এনডিএর বৈঠকে জয়ন্তর পিছনে বসায় বিষয়টিকে ‘ছোট ঘটনা’ বলা হয়েছে।

‘তৃতীয়বার দেশসেবার সুযোগ’, মোদীকে শপথের ডাক রাষ্ট্রপতির

৪ জুন নির্বাচন কমিশন দেশের ৫৪৩টি লোকসভা আসনের ফলাফল ঘোষণা করেছে। ভারতীয় জনতা পার্টি ২৪০টি আসনে জিতেছে। কংগ্রেস ৯৯টি আসনে জিতেছে। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির ঝুলিতে গিয়েছে ৩৭টি আসন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ২৯টি আসন জিতেছে। ডিএমকে – ২২টি, টিডিপি – ১৬ টি এবং জেডি(ইউ) – ১২টি আসনে জয়লাভ করেছে।

‘গত ১০ বছরে ১০০ টপকায়নি’, কংগ্রেসকে অল-আউট নিশানা মোদীর