সমুদ্রে শত্রুর ঘুম কাড়তে ভারতের ভয়ংকর মাইন পরীক্ষা!

নয়াদিল্লি: কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে (LoC) যে কোনও সময় ভারতের তরফে সামরিক হামলা হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পহেলগাঁও জঙ্গি হামলার…

India Pakistan LoC Attack

নয়াদিল্লি: কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে (LoC) যে কোনও সময় ভারতের তরফে সামরিক হামলা হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পহেলগাঁও জঙ্গি হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

সোমবার ইসলামাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাজা আসিফ বলেন, “ভারত যে কোনও সময় হামলা চালাতে পারে এমন রিপোর্ট রয়েছে। নতুন দিল্লিকে উপযুক্ত জবাব দেওয়া হবে।” পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “রাজনৈতিক ফায়দার জন্য মোদী উপমহাদেশকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।”
আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠীরে ভারতের মদত

   

তিনি আরও অভিযোগ করেন, খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তানে যে জঙ্গি কার্যকলাপ চলছে, তার পেছনে ভারতের হাত রয়েছে। আফগানিস্তান থেকে পরিচালিত জঙ্গি গোষ্ঠীগুলিকে ভারত মদত দিচ্ছে বলেও দাবি করেন আসিফ।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, “২০১৬ ও ২০১৭ সালে আমরা রাষ্ট্রসংঘকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থ জোগানোর প্রমাণ-সহ ভিডিও দিয়েছি।” পাশাপাশি, পহেলগাঁও হামলার প্রকৃত তদন্তের জন্য আন্তর্জাতিক স্তরে নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তিনি।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আত্তা তারার মন্তব্য India Pakistan LoC Attack

“এমন তদন্তেই প্রমাণ হবে আসলে কে দায়ী—ভারত নিজেই না কোনও অভ্যন্তরীণ গোষ্ঠী,” বলেন আসিফ। তিনি ভারতের “ভিত্তিহীন অভিযোগের” বিরুদ্ধে সত্যতা যাচাই করারও দাবি জানান।

এর আগে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আত্তা তারার মন্তব্য করেছিলেন, হামলার সম্ভাব্যতা এতটাই প্রবল যে পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। যদিও নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ভারতের পক্ষ থেকে কোনও সামরিক পদক্ষেপ দেখা যায়নি।

এদিকে, পাকিস্তান সেনাপ্রধান জেনারেল সাইয়েদ আসিম মুনির জানিয়েছেন, “দেশের সম্মান ও জনগণের নিরাপত্তা রক্ষায় আমরা পূর্ণ শক্তি প্রয়োগ করব।”

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা

উল্লেখ্য, সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে অধিকাংশই পর্যটক। ওই ঘটনার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক চরম অবনতির দিকে যায়।

এই হামলার পর ভারত একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে। স্থগিত করা হয়েছে সিন্ধু জল চুক্তি, বন্ধ করে দেওয়া হয়েছে অটারি সীমান্ত পথ, এবং দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “সন্ত্রাস ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর এবং দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে।” সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে—“প্রতিক্রিয়া কবে, কোথায় ও কীভাবে হবে, তা নির্ধারণের ক্ষমতা সেনাবাহিনীর হাতেই।”

Bharat: Pakistan warns of potential Indian military attack on LoC, citing Pahalgam incident. Defense Minister accuses India of fueling regional tensions and supporting militant groups. Explore the escalating conflict and international calls for investigation.

Advertisements