স্বাধীনতা দিবসে লালকেল্লার অনুষ্ঠান চাক্ষুষ করতে চান? কী ভাবে টিকিট বুকিং করবেন?

নয়াদিল্লি: ভারত এবার ১৫ অগাস্ট শুক্রবার উদ্‌যাপন করতে চলেছে স্বাধীনতার ৭৯তম বার্ষিকী। দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় অনুষ্ঠিত হবে রাজকীয় আয়োজন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল ৭টা…

নয়াদিল্লি: ভারত এবার ১৫ অগাস্ট শুক্রবার উদ্‌যাপন করতে চলেছে স্বাধীনতার ৭৯তম বার্ষিকী। দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় অনুষ্ঠিত হবে রাজকীয় আয়োজন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল ৭টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এটাই হবে তাঁর টানা দ্বাদশ স্বাধীনতা দিবস ভাষণ। ২১ বার বন্দুক স্যালুটের মধ্য দিয়ে শুরু হবে এই অনুষ্ঠান, যা সরাসরি সম্প্রচারিত হবে টিভি, ইউটিউবসহ নানা প্ল্যাটফর্মে।

Advertisements

যদিও কোটি মানুষ বাড়িতে বসেই সরাসরি সম্প্রচার দেখেন, অনেকেই এই অনন্য মুহূর্ত স্বচক্ষে দেখার জন্য পৌঁছে যান লালকেল্লায়। যদি আপনি এ বছর সরাসরি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে আগে থেকেই টিকিট সংগ্রহ করতে হবে (India Independence Day tickets)। অফলাইনে প্রতিরক্ষা মন্ত্রকের নির্দিষ্ট কাউন্টার থেকেও টিকিট পাওয়া যায়, তবে সেগুলির ঠিকানা সাধারণত সংবাদপত্র বা সরকারি ওয়েবসাইটে জানানো হয়। তুলনায় অনলাইন বুকিং অনেক সহজ-এবং আজ, ১৩ আগস্ট থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

   

কোথায় এবং কিভাবে বুকিং করবেন অনলাইনে

সরকারি ওয়েবসাইট e-invitations.mod.gov.in অথবা aamantran.mod.gov.in-এ গিয়েই বুকিং করা যাবে। প্রক্রিয়াটি কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন করা সম্ভব।

ধাপে ধাপে টিকিট বুকিং প্রক্রিয়া:

e-invitations ওয়েবসাইটে গিয়ে “Independence Day 2025 Ticket Booking” অপশন সিলেক্ট করুন।

মোবাইল নম্বর দিয়ে ক্যাপচা পূরণ করে OTP ভেরিফিকেশনের মাধ্যমে লগ-ইন করুন।

প্রয়োজনীয় সংখ্যক টিকিট সিলেক্ট করুন।

আধার কার্ড বা অন্য কোনও বৈধ ছবি-সহ আইডি আপলোড করুন।

আসন শ্রেণি বেছে নিন- জেনারেল (২০ টাকা), স্ট্যান্ডার্ড (১০০ টাকা) বা প্রিমিয়াম (৫০০ টাকা)।

ডেবিট/ক্রেডিট কার্ড বা UPI-এর মাধ্যমে পেমেন্ট করুন।

সফল পেমেন্টের পর ই-টিকিট ডাউনলোড করুন।

প্রতিটি ই-টিকিটে থাকবে QR কোড ও আসন সংক্রান্ত তথ্য। অনুষ্ঠান দিনে এই ই-টিকিটের প্রিন্ট কপি বা ফোনে সেভ কপি এবং আসল আইডি প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।

কিভাবে পৌঁছবেন লালকেল্লায়

সবচেয়ে সুবিধাজনক উপায় দিল্লি মেট্রো। লাল কিলা বা চাঁদনি চৌক স্টেশন ব্যবহার করতে পারেন। স্বাধীনতা দিবসে মেট্রো পরিষেবা ভোর ৪টা থেকেই শুরু হবে। অনুষ্ঠান ৭টা ৩০ মিনিটে শুরু হলেও, সকাল ৬টা ৩০ থেকে ৭টার মধ্যে পৌঁছে যাওয়াই উত্তম।

বিশেষ ট্রাফিক ও পার্কিং ব্যবস্থা থাকবে, নোয়াডা ও অন্যান্য দিক থেকে আগতদের জন্য আলাদা প্রবেশপথ নির্ধারণ করা হবে। নিরাপত্তা ব্যবস্থা থাকবে কঠোর, তাই টিকিট, আসল আইডি প্রমাণপত্র এবং প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়ার জন্য প্রস্তুত থাকুন।