INDIA: মমতার পথেই একলা হাঁটছে আম আদমিরা

ক্রমেই আলগা হচ্ছে ইন্ডি জোটের (INDIA) বাঁধন। ঢাক ঢোল পিটিয়ে মোদী সরকারের বিরোধিতা করতে ময়দানে নামলেও আসন রফা নিয়ে ঘাম ছুটছে কংগ্রেসের। আজ বুধবার তৃণমূল…

ক্রমেই আলগা হচ্ছে ইন্ডি জোটের (INDIA) বাঁধন। ঢাক ঢোল পিটিয়ে মোদী সরকারের বিরোধিতা করতে ময়দানে নামলেও আসন রফা নিয়ে ঘাম ছুটছে কংগ্রেসের। আজ বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, বাংলায় তৃণমূল একাই লড়বে। এবার মমতার পথেই হাঁটল কেজরিয়ালের দল আম আদমি পার্টি। আসন্ন লোকসভা নির্বাচনে পাঞ্জাবে একা লড়ার কথা জানিয়ে দিল আপ। যা স্বাভাবিকভাবেই কংগ্রেসকে চরম অস্বস্তিতে ফেলেছে।

এদিন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়ে দেন,পাঞ্জাবের ১৩টি লোকসভা আসনে আম আদমি পার্টি (আপ) একাই লড়বে। আপ নেতা আরও বলেন, “আমরা কোনও আপস করব না। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল পাঞ্জাব ইউনিটের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন বলে সূত্রের খবর।

আসন ভাগাভাগি নিয়ে অনড় প্রকৃতির কারণে কেজরিওয়ালের নেতৃত্বাধীন দল কংগ্রেসের সঙ্গে নির্বাচনে লড়তে পারবে না।তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলায় একলা চলার কথা ঘোষণা করার পরপরই মুখ্যমন্ত্রী মান এই সিদ্ধান্ত নেন।

বাংলায় আসন রফা নিয়ে বেশ কয়েকদিন ধরে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দড়ি টানাটানি চলছিল। তৃণমূল সুপ্রিমো ২টির বেশি আসন কংগ্রেসকে ছাড়তে নারাজ ছিল।অবশেষে এদিন আসন রফা প্রশ্নে বাংলার মুখ্যমন্ত্রী রীতিমতো ক্ষোভ উগরে দেন। বাংলায় একা লড়ার কথা জানিয়ে দেন তৃণমূল নেত্রী। এমনকি জোটে তাঁর কোনও কথা মানা হয়নি অভিযোগও তোলেন। বলেন,৩০০ আসনে ওরা একাই লড়ুক। বাকি আসনে আঞ্চলিক দলগুলি লড়বে।