Abhishek Banerjee: ইন্ডিয়া বৈঠকে অভিষেক বিশেষ সম্মানিত, শিবভক্তদের ভূমিকায় আপ্লুত মমতা

Mamata Banerjee and Abhishek Banerjee at a political rally

দুর্নীতির মামলায় আগেও তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে বুধবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বর দিনটিতেই কেন তলব করা হল অভিষেককে, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। কারণ এদিনই দিল্লিত ‘ইন্ডিয়া’জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক। সদস্য হওয়া সত্ত্বেও সেই বৈঠকে যেতে পারছেন না অভিষেক। ইডির নোটিসের কারণেই যে অভিষেক যেতে পারছেন না সেই জায়গায় দল অন্য কোনও প্রতিনিধিকেও পাঠাচ্ছেন না। এবার জোট শরিকের তরফ থেকে অভিষেকের সমর্থনে বার্তা দেওয়া হল। অভিষেকের জন্য চেয়ার ফাঁকা রাখা হবে বলে জানিয়েছেন সঞ্জয় রাউত।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি নিজেই এক্স মাধ্যমে জানিয়েছিলেন সে কথা। এনসিপি নেতা শরদ পাওয়ারের বাসভবনে বুধবার বিকেল ৪ টে থেকে বৈঠক হওয়ার কথা। তাই শরদ পাওয়ার ও কংগ্রেস নেতা কে সি বেনুগোপাল-কে এ ব্যাপারে আগেই অবগত করেছে রাজ্যের শাসক দল।

   

আজ বৈঠকের দিন সকালেই শিব সেনা নেতা সঞ্জয় রাউত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করে আক্রমণ করেন বিজেপিকে। তার দাবি, “বিজেপি চায় না যে ইন্ডিয়া জোটের বৈঠক হোক। তাই আজকের দিনেই তলব করা হয়েছে। বিরোধীদের কীভাবে কেন্দ্রীয় সংস্থা হেনস্থা করছে, সেই বার্তা দিতে অভিষেকের চেয়ার ফাঁকা রাখা হচ্ছে।”

উল্লেখ্য, জোট শরিক হিসেবে প্রথম শিব সেনাই অভিষেক তথা তৃণমূলের পাশে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে শিবসেনার তেমন কোনও ভূমিকা নেই। তবে বাম ও কংগ্রেস উভয়েই ইন্ডিয়ার জোট শরিক হলেও রাজ্যে তৃণমূলের ঘোর বিরোধী। তাই তারা কোনও বার্তা দেয় কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন