‘অন্য কেউ এমপি হোক’ পোস্টারে BJP সাংসদ আলুওয়ালিয়া বিপাকে

আগে সাংসদের নামে নিখোঁজ ডাইরি হয়েছিল। বার বার দলেরর মিটিংয়েও অপমানিত হয়েছেন। এমনই BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে যেন আর প্রার্থী না করা হয় এমন…

আগে সাংসদের নামে নিখোঁজ ডাইরি হয়েছিল। বার বার দলেরর মিটিংয়েও অপমানিত হয়েছেন। এমনই BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে যেন আর প্রার্থী না করা হয় এমন দাবি উঠেছে তাঁর দলেই। বর্ধমান-দুর্গাপুর আসনের সাংসদ আসন্ন লোকসভা ভোটের আগে আরও বিতর্কে। তাঁর নামে পোস্টার দিয়ে অন্য কেউ এমপি হোক বলে প্রচার চলছে দুর্গাপুরে। তীব্র অস্বস্তিতে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা বিজেপি। আলুওয়ালিয়ার সংসদীয় এলাকাটি দুই জেলার মধ্যে মিশে আছে।

পোস্টানে লেখা আছে ‘সাংসদ জী দিল্লি থেকে ফিরলে কি? বায়না দেখা দলের লোক অন্য কেউ MP হোক’। এই ধরনের পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে। বিজেপির দলের আভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই ধরনের পোস্টার লাগানো হয়েছে বলে কটাক্ষ তৃণমূলের। তবে এই ঘটনায় কে বা কারা যুক্ত সে বিষয়ে সঠিকভাবে কিছু জানা যায়নি।

গত লোকসভা ভোটে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন আলুওয়ালিয়া। মাঝে মধ্যে তিনি আসেন ও দুই বর্ধমান দলীয় নেতা সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন। এবার দুর্গাপুর মহকুমা আদালত চত্বরের সাংসদ এস এস আলু আলিয়ার ছবি ব্যবহার করে পোস্টার লাগানো হয়েছে। আর যাকে ঘিরে তুমুল উত্তেজনা গোটা এলাকায়। এই পোস্টারে সাংসদের নাম না থাকলেও তার ছবি ব্যবহার করা হয়েছে।