IND vs PAK: জয়ের পর কোহলির বিরাট ধন্যবাদ ভক্তদের

মেলবোর্নে পাকিস্তানের(IND vs PAK)বিরুদ্ধে মধুর প্রতিশোধ ভারতের।গতবছর দুবাই’র মাটিতে বিশ্বকাপের ইতিহাসে বিরাট কোহলির ভারতের কাছ থেকে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছিল বাবর আজমের পাকিস্তান। ক্যাপ্টেন বিরাট…

Virat Kohli

মেলবোর্নে পাকিস্তানের(IND vs PAK)বিরুদ্ধে মধুর প্রতিশোধ ভারতের।গতবছর দুবাই’র মাটিতে বিশ্বকাপের ইতিহাসে বিরাট কোহলির ভারতের কাছ থেকে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছিল বাবর আজমের পাকিস্তান। ক্যাপ্টেন বিরাট কোহলির দিকে ধেয়ে এসেছিল শত শত সমালোচনার তির। ভারত অধিনায়কের আর্মড ব্র‍্যাড হারাতে হয়েছিল কোহলিকে।কিন্তু রবিবার কিং কোহলি আর হার্দিক পান্ডিয়া জুটি শাপমোচন করলো, গত বিশ্বকাপে আর্চ রাইভাল পাকিস্তানের কাছে হারের।

Advertisements

IND vs PAK: জয়ের পর কোহলির বিরাট ধন্যবাদ ভক্তদের

   

৬.১ ওভারে ৩১ রানে ভারতের টপ অর্ডারের চার উইকেট পড়ে গিয়েছে।কেএল রাহুল,রোহিত শর্মা,সূর্যকুমার যাদব ও অক্ষর প্যাটেল। নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়ান একটা দলকে টেনে তুলল বিরাট আর পান্ডিয়া জুটি।৫৩ বলে ৮২ নট আউট বিরাট কোহলি আর যোগ্য সঙ্গ হার্দিক পান্ডিয়ার ৩৭ বলে ৪০ রান।শেষ ওভারে ফ্রি হিট,ওয়াইড, আউট,ওভার বাউন্ডারি সাম্প্রতিক সময়ে এমন ঘটনাবহুল মুহুর্ত বাইশ গজের ব্যাটল ফিল্ডে আর কটা রয়েছে তা নিয়ে ক্রিকেটের পণ্ডিতরাও টাক চুলকোবে।

IND vs PAK: জয়ের পর কোহলির বিরাট ধন্যবাদ ভক্তদের

এমন আবেগঘন মুহুর্তে কোহলির নিজের বিরাট আবেগ চেপে না রেখে টুইট পোস্ট,”বিশেষ জয়। সংখ্যায় এগিয়ে আসার জন্য আমাদের সমস্ত ভক্তদের ধন্যবাদ। 🇮🇳💙 “

Advertisements

https://twitter.com/imVkohli/status/1584170142254084098?t=4bQKZoIGmh-ttRJHiKI85Q&s=08

বাইশ গজের মহারণে বিশ্বকাপের মতো মঞ্চে ভারতকে হারিয়ে বাবর আজমের পাকিস্তান দুবাই’র মাটিতে গত টি ২০ বিশ্বকাপ আসরে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছিল। প্রথমবার এমন মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে গিয়ে টিম ইন্ডিয়া, ওই সময়ে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ভক্তদের অনেক চোখা চোখা বিদ্রুপ শুনতে হয়েছিল।এদিন আর্চরাইভাল পাকিস্তানের বিরুদ্ধে কোহলি পান্ডিয়া জুটির অনবদ্য পার্টনারশিপ এবং পাক বোলারদের নিয়ে বিরাট ব্যাটের ছেলেখেলা সব মিলিয়ে ভারতের অলিগলি মহল্লা জুড়ে কোহলিকে নিয়ে বিরাট প্রশংসা ভক্তদের।