IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দুরন্ত পারফরম্যান্স দেখে দাদা’র টুইট

ঘটনার বহুলতা হাইপ্রেসার গেম মেলবোর্নে ভারত বনাম পাকিস্তান(IND vs PAK) মাচে। বিরাট কোহলি আর হার্দিক পান্ডিয়ার জুটিতে দুরন্ত জয় ভারতের। সঙ্গে গত টি ২০ বিশ্বকাপে…

ঘটনার বহুলতা হাইপ্রেসার গেম মেলবোর্নে ভারত বনাম পাকিস্তান(IND vs PAK) মাচে। বিরাট কোহলি আর হার্দিক পান্ডিয়ার জুটিতে দুরন্ত জয় ভারতের। সঙ্গে গত টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে লজ্জার হারের মধুর প্রতিশোধ। দীর্ঘ অপেক্ষার পর বিরাট কোহলির ব্যাট শুধু কথা বলেছে তাইই নয়,শাসন করেছে পাক বোলারদের চোখে চোখ রেখে। ঘরের মাঠ ইডেন গার্ডেনে গোলাপি বলের টেস্ট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার শতরান করে বিরাট বিক্রম দেখেছিল ক্রিকেট দুনিয়া। এরপর কিং কোহলির ব্যাট গর্জন করতে যেন ভুলেই গিয়েছিল। দুবাই’তে টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে লজ্জার হার,টিম ইন্ডিয়ার সুপার টুয়েলভ থেকে ছিটকে যাওয়া, অধিনায়কত্ব হারানো বিরাট কোহলির এর ওপর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে কোহলির মনকষাকষি। সব মিলিয়ে একটা দমবন্ধকর পরিস্থিতি।

রবিবার, মেলবোর্নের বাইশ গজে সাহিন আফ্রিদি,নাসিম শাহ,হারিস রউফ,সাদাব খান,মহম্মদ নাওয়াজদের চোখে চোখ রেখে যেভাবে ব্যাট হাতে শাসন করতে দেখা গেল বিরাট কোহলিকে তা যেন নতুন করে বিরাট কোহলিকে জন্মদিল ক্রিকেট এরিনাতে। 

আর টি২০ বিশ্বকাপের মঞ্চে টিম ইন্ডিয়ার পাকিস্তানের বিরুদ্ধে ঝকঝকে জয় দেখে প্রাক্তন ভারত অধিনায়ক তথা সদ্য প্রাক্তন হওয়া বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের টুইট পোস্ট,”একটি দুর্দান্ত জয় এবং বিশ্বকাপে দুর্দান্ত শুরুর জন্য দলকে অভিনন্দন ..@bcci”

https://twitter.com/SGanguly99/status/1584172957416312834?t=xm7eyyWvOEWfeTVkQZoACg&s=08

৪ উইকেটে ভারতের রান তাড়া করে পাকিস্তানের বিরুদ্ধে এই জয়ের আবহে দেওয়ালির আগে গোটা ভারত জুড়ে শুরু হয়ে গিয়েছে অকাল দেওয়ালি। হবে নাই বা কেন দলটা পাকিস্তান, ভারতের সঙ্গে খেলা আর হেরেছে পাকিস্তান।