INC: আড়ালে গান্ধী পরিবারের নিয়ন্ত্রণ, কংগ্রেসের সভাপতি খাড়গে

জাতীয় কংগ্রেসে (INC) গান্ধী পরিবারের বাইরে কেউ দু দশক পর সভাপতি হলেন। প্রত্যাশিতভাবে জয়ী মল্লিকার্জুন খাড়গে। পরাজিত শশী থারুর। তবে খাড়গের জয়ের পিছনে সেই গান্ধী…

mallikarjun kharge

জাতীয় কংগ্রেসে (INC) গান্ধী পরিবারের বাইরে কেউ দু দশক পর সভাপতি হলেন। প্রত্যাশিতভাবে জয়ী মল্লিকার্জুন খাড়গে। পরাজিত শশী থারুর। তবে খাড়গের জয়ের পিছনে সেই গান্ধী পরিবার। তারাই বকলমে কংগ্রেস নিয়ন্ত্রক। (Mallikarjun Kharge)

সর্বভারতীয় কংগ্রেস সভাপতি পদে জয়ী হয়েছেন মল্লিকার্জুন খাড়গে। প্রায় দুই দশক পর এবার গান্ধী পরিবারের বাইরে কাউকে সভাপতি পদে নির্বাচিত হলেন। তবে খাড়গে হলেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ। তাই কংগ্রেসের আসল ক্ষমতা থাকছে তাদেরই হাতে।

সভাপতি পদের ভোটে খাড়গে পেয়েছেন ৭৮৯৭ জনের সমর্থন। আর প্রতিদ্বন্দ্বী শশী থারুর পেলেন ১০৭২ জনের ভোট। মোট ভোট পড়েছে ৯৩৮৫টি।

কংগ্রেস সভাপতি পদ নিয়ে চূডান্ত নাটকীয়তা চলেছিল। এই নাটক তৈরি হয়েছিল রাজস্থানে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে সভাপতি পদ পেতে মরিয়া হন। তিনিও গান্ধী পরিবার ঘনিষ্ঠ। তবে কংগ্রেসের এক ব্যক্তি এক পদ নিয়ম মেনে তিনি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চাননি। আর গেহলট সভাপতি হলে তাঁর বিরোধী গোষ্ঠি ও রাহুল গান্ধীর ঘনিষ্ঠ সচিন পাইলট রাজস্থানের মুখ্যমন্ত্রী হবেন বলেই সব ঠিক হয়।

গেহলট বলাম পাইলট লড়াইয়ে তীব্র গোষ্ঠিদ্বন্দ্বে রাজস্থানে কংগ্রেসের সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস বিধায়করা একযোগে পদত্যাগের পথ নেন। বিপদ বুঝে সোনিয়া ও রাহুল গান্ধী আসরে নামান তাদের অনুগত রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে। এরপর বিদ্রোহ থামে। খাড়গে রাজ্যসভা থেকে পদত্যাগ করার পর তিনিই যে সভাপতি হবেন তা নিশ্চিত ছিল। তবে বিনা ভোটে নয় গণতান্ত্রিক পথে লড়াইয়ের জন্য আসরে আসেন শশী থারুর। তিনি আসা মাত্র ভোটের হাওয়া গরম হয়। তবে থারুরের পরাজয় ছিল নিশ্চিত।

ফল বের হতেই সব স্পষ্ট। জাতীয় কংগ্রেস এখন খাড়গে নির্দেশে চলবে। তবে আড়াল থেকে নির্দেশ দেবেন গান্ধীরা।