Patna: মমতা বললেন লোকসভায় ‘একের বিরুদ্ধে এক লড়াই’, বাম সমর্থন প্রশ্নে অস্বস্তি

লোকসভা ভোটে ‘একের বিরুদ্ধে এক লড়াই’ হবে বললেন মমতা। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মু়খ্যমন্ত্রী পাটনায় (Patna) এই বার্তা দিলেন। এদিন তিনি বিহারের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়ি দেবীর সাথে দেখা করেন তিনি। উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সাথেও কথা বলেন।

লোকসভা নির্বাচনে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাটনা এসেছেন। বৈঠক শুক্রবার। থাকবেন বিভারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃ়ণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

   

এদিন লালুপ্রসাদ ও রাবড়ি দেবীর সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপি বিরোধী ভোটকে এক জায়গায় আনার বার্তায় বিরোধী জোটের সম্মিলিত একজন প্রার্থীর কথা বলেন।

একের বদলে এক প্রার্থী সূত্র দিলেও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআইএমকে সমর্থনের বিষয়ে নীরব থাকলেন। পাটনায় প্রশ্ন করা হয়, সম্মিলিত বিরোধী জোটের সিপিআইএমকে সমর্থন করবেন কি মমতা? অস্বস্তি ঢেকে মমতা বলেন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বিজেপি বিরোধী জোটের বার্তা বারবার দিয়েছে সিপিআইএম। বিহারে তারা শাসক মহাজোটের শরিক।তেমনই কেরলে ক্ষমতাসীন ও তামিলনাডুতে ডিএমকে জোট সরকারের শরিক। সম্প্রতি দিল্লির আপ সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিজে সিপিআইএম দফতরে গেছিলেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন