মোদীর আমলে ভারতে মানবাধিকার লঙ্ঘন বাড়ছেই: মার্কিন বিদেশ সচিব

Human rights violations on the rise in India under Modi: US Secretary of State

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক থেকে আমেরিকার তরফে বলা হলো ভারতে মানবাধিকার লঙ্ঘন বাড়ছে। মার্কিন বিদেশ সচিব (US Secretary of State) অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এই বৈঠকেই স্পষ্ট বলেন, নরেন্দ্র মোদী সরকারের আমলে ভারতে মানবাধিকার (Human rights) লঙ্ঘনের ঘটনা ক্রমশ বাড়ছে। পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে আমেরিকা। এ ধরনের মন্তব্য করে ব্লিঙ্কেন সরাসরি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালেন বলে মনে করছে কূটনৈতিক মহল ।

সোমবার রাতে ভারতের প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলন হয়। সেই সাংবাদিক সম্মেলনে মার্কিন বিদেশ সচিব বলেন, সম্প্রতি ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঊর্ধ্বমুখী সেদেশের কিছু সরকারি আধিকারিক, পুলিশ এবং জেল আধিকারিকদের বিরুদ্ধে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। পুরো বিষয়টির দিকে নজর রাখছে আমেরিকা। বিষয়টি নিয়ে আমরা আমাদের ভারতীয় বন্ধুদের সঙ্গেও যোগাযোগ রাখছি। তবে কোন ঘটনার প্রেক্ষিতে ব্লিঙ্কেন এই মন্তব্য করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

   

ব্লিঙ্কেন যখন এই গুরুতর অভিযোগ করছেন সে সময়ে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব অস্টিন। ওই মঞ্চে তাঁদের পাশেই ছিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এভাবে সকলের সামনে আমেরিকা ভারতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করলেও দেশের শীর্ষস্থানীয় দুই মন্ত্রী কোনও জবাব দেননি।

গত সপ্তাহেই বাইডেনের দলের সদস্য ইলহান ওমর ভারতে মুসলিমদের বিরুদ্ধে ঘটা সাম্প্রতিক একাধিক ঘটনা নিয়ে সরব হয়েছিলেন। ইলহান বলেছেন, ভারতে মুসলিম সম্প্রদায়ের জন্য মোদী সরকার এমন কোনও কাজ করেনি যার জন্য আমরা ভারতকে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার অভিযানে আমেরিকার সঙ্গী হিসেবে ভাবতে পারি। ইলহানের ওই মন্তব্যের পর ব্লিঙ্কেনের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক কূটনৈতিক মহল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন