দুরন্ত জয়ের তুফানি সেলিব্রেশন, জানুন বিজেপির মেগা পরিকল্পনা

   ভোট শেষ প্রকাশিত বুথ ফেরৎ সমীক্ষার ফলে জয়ের গন্ধ পেয়েছে পদ্ম বাহিনী। বিজয়ের হ্যাটট্রিক তাই চোখ ধাঁধানো করতে মরিয়া বিজেপি। পরিকল্পনা তুঙ্গে। ৪ঠা জুন…

how bjp is planning to celebrate third time modi govt win in lok sabha election 2024, লোকসভা ভোটে তৃতীয়বার জয়ের পর কীভাবে উদয়াপনের পরিকল্পনা করছে বিজেপি
  

ভোট শেষ প্রকাশিত বুথ ফেরৎ সমীক্ষার ফলে জয়ের গন্ধ পেয়েছে পদ্ম বাহিনী। বিজয়ের হ্যাটট্রিক তাই চোখ ধাঁধানো করতে মরিয়া বিজেপি। পরিকল্পনা তুঙ্গে। ৪ঠা জুন দুপুরের পর থেকেই উচ্ছ্বাস আর উন্মাদনায় মজবে গেরুয়া শিবির। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই হবে জয়ের তাক লাগানো সেলিব্রেশন। সোমবারই আনন্দ উদযাপনের রূপরেখা তৈরিতে বিজেপির সদর দফতরে বৈঠকে বসেছিলেন দলের নেতৃত্ব। পরিকল্পনা প্রায় চূড়ান্ত।

বিজেপি সূত্রে খবর, ৪ঠা জুনের উদযাপনকে ‘রাজনৈতিক’ভাবে পালন করবে পদ্ম শিবির। এখনও স্থির রয়েছে যে, ৯ জুন তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। ওই দিনই সেলিব্রেশনের বিরাট তোড়জোড় চলছে। যা হবে সরকারি ব্যবস্থাপনায়।

   

ভোট গণনার দিন কীভাবে বিজেপির আনন্দ উদযাপন?

গণনার আর মাত্র কয়েকঘন্টা বাকি। তাতেও আবেগ যেন বাধ মানছে না বিজেপির বড় ছেতে ছোট নেতা, কর্মীদের। গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, ভোটের ফলপ্রকাশের দিন দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে বিজেপির সদর দফতর দীনদয়াল উপাধ্যায় মার্গ পর্যন্ত একটি বর্ণাঢ্য রোড-শো হবে। তাতে দলের শাসক দলের শীর্ষ নেতারা থাকবেন। বিকালে দলের সদর দফতরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারা। মঙ্গলবার সন্ধ্যায় দীনদয়াল উপাধ্যায় মার্গ থেকেই কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী মোদী।

শপথের দিন মেগা ইভেন্টে কী বন্দোবস্ত?

৯ জুন প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ নিয়ে ইতিহাস ছোঁবেন নরেন্দ্র মোদী। সেদিনও হবে মেগা সেলিব্রেশন। প্রথমে শোনা যাচ্ছিল রাষ্ট্রপতি ভবনে শপথ না নিয়ে খোলা আকাশের নিচে কর্তব্য পথে শপথ নিতে চান মোদী। কিন্তু পরে জানা গিয়েছে, প্রচণ্ড গরমের মধ্যে রাষ্ট্রপতি ভবনেই শপথের প্রস্তুতি শুরু হয়েছে। রাষ্ট্রপতি ভবন সাজিয়ে তুলতে ভোট শেষের আগেই (২৪ মে, ২০২৪) ডাকা হয়েছে টেন্ডার। যার আনুমানিক খরচ ২১.৯৭ লক্ষ টাকা। সূত্র জানাচ্ছে যে, গত সপ্তাহেই রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। কেন্দ্রীয় পূর্ত দফতর এই ইভেন্টে ইতিমধ্যেই কাজ করছে। এছাড়া, শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি অভ্যাগতদেরও আমন্ত্রণ জানানো হবে। ইতিমধ্যে, লোকসভার সচিবালয় দেশ জুড়ে নব-নির্বাচিত সাংসদদের আসা-যাওয়া, বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশনগুলির মতো ট্রানজিট পয়েন্টে তাঁদের আগমন এবং রাজধানীতে তাঁদের থাকার ব্যবস্থা করার প্রস্তুতি করছে।

চরম খারাপ ফল হবে তৃণমূলের! ইঙ্গিত দলেরই যুবনেতা দেবাংশুর ‘এক্সিট পোল’-এ

বিজেপি সূত্রে খবর, তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে মোদীর শপথ যেখানেই হোক না কেন, ভারত মণ্ডপমে বা কর্তব্য পথে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। তাতে ভারতীয় সংস্কৃতি তুলে ধরা হবে। সেই শো দেখতে হাজির থাকবেন ৮-১০ হাজার অতিথি। তবে, কেন্দ্রীয় সরকারের একজন সিনিয়র অধিকারিকের মতে, শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে উদযাপনের অংশ হিসাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি।