Delhi: ধাক্কা মারল গাড়ি তারপর কী হলো, রোমহর্ষক সিসিটিভি ফুটেজ

এক রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল রাজধানী দিল্লি। দিল্লির গ্রেটার কৈলাশে একটি হিট-অ্যান্ড-রান ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। এই ফুটেজে দেখা যাচ্ছে, একটি গাড়ি এক ব্যক্তিকে…

short-samachar

এক রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল রাজধানী দিল্লি। দিল্লির গ্রেটার কৈলাশে একটি হিট-অ্যান্ড-রান ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। এই ফুটেজে দেখা যাচ্ছে, একটি গাড়ি এক ব্যক্তিকে সজোরে ধাক্কা দিচ্ছে এবং বনেটে ঝুলন্ত ব্যক্তিটিকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। যদিও ব্যক্তিটি পড়ে যান এবং গুরুতর আহত হন।

   

অন্য আর একটি ক্যামেরার ফুটেজে দেখা গেছে যে এসইউভিটি দ্রুত গতিতে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে লোকটি রাস্তায় ছিটকে পড়ে। ব্যক্তিটিকে আহত অবস্থায় উদ্ধার করে পথচারীরা। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩৭ বছর বয়সী আনন্দ বিজয় ম্যান্ডেলিয়া নামে ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। গাড়িটি ২০০ মিটার পর্যন্ত চালানো হয়েছিল বলে অভিযোগ। ম্যান্ডেলিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি বিপদমুক্ত বলে জানা গেছে। তিনি পুলিশকে জানিয়েছেন যে তিনি যখন হাঁটছিলেন তখন একটি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা মেরে চলে যায়।

এদিকে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। তাঁকে গুরগাঁওয়ের লে মেরিডিয়ান হোটেলের বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রাজ সুন্দরম (২৭)। ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে হত্যার চেষ্টা এবং অপরাধমূলক হত্যার চেষ্টা। তার বাবার বিরুদ্ধেও একজন অপরাধীকে লুকিয়ে রাখা সংক্রান্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে খবর।