Kashi and Mathura: কাশী-মথুরায় মন্দির ভেঙেই মসজিদ: ইতিহাসবিদ ইরফান

Historian Irfan Habib Admits Aurangzeb's Role in Demolishing Hindu Temples in Kashi and Mathura

Temples in Kashi and Mathura: হিন্দু মন্দির ভেঙেই মসজিদ করেছিলন মোঘল সম্রাট ঔরঙ্গজেব (Aurangzeb)। ভাঙা মথুরার কৃষ্ণ মন্দির এবং কাশীর শিব মন্দির। এমনই দাবি করলেন, ইতিহাসবিদ ইরফান হাবিব (Historian Irfan Habib)।

Advertisements

অযোধ্যায় রাম মন্দির হয়েছে। সেখানে মন্দির ভেঙে মসজিদ গড়েন মোঘল সম্রাট বাবর, এমনই দাবি করে গেরুয়া শিবির। আদালতের নির্দেশে অযোধ্যায় মন্দির নির্মাণ হচ্ছে। মন্দির ভেঙে মসজিদ হয়েছিল কিনা তা নিয়ে বিতর্ক আছে।

অযোধ্যার পরে চর্চায় কাশী এবং মথুরা। আদালতের নির্দেশে গবেষণা শুরু হয়েছে। এরই মাঝে বিস্ফোরক ইতিহাসবিদ ইরফান হাবিব। তাঁর মতে, “কাশী এবং মথুরায় যে মন্দির ভেঙেই মসজিদ হয়েছিল তা ইতিহাসে উল্লেখ করা হয়েছে। এটা প্রমাণ করার জন্য সার্ভে কিংবা আদালতের নির্দেশের কোনও দরকার নেই।”

Advertisements

মোঘল সম্রাট ঔরঙ্গজেব মন্দির ভেঙে ভুল করেছিলেন বলেও দাবি করেছেন ইতিহাসবিদ ইরফান হাবিব। তাঁর প্রশ্ন, “মসজিদ গড়ার হলে যে কোনও জায়গায় করতে পারতেন মোঘল সম্রাট ঔরঙ্গজেব। মন্দির ভাঙার কী দরকার ছিল?”