গুজরাটে বিপুল জয় হলেও ভোটের প্রাথমিক ফলাফলে হিমাচল প্রদেশ (Himachal Pradesh) সরকার ধরে রাখা কঠিন বিজেপির পক্ষে। বিরোধী দল কংগ্রেসের সাথে তীব্র লড়াই চলছে। হিমাচল প্রদেশে বিজেপির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কংগ্রেস।
হিমাচল প্রদেশে মোট আসন সংখ্যা ৬৮টি। ক্ষমতায় আসার জন্য প্রয়োজন ৩৫ টি আসন। বিজেপি ও কংগ্রেস দুপক্ষ তিরিশটি আসনে এগিয়ে। ফলে জয় পরাজয় নিয়ে তীব্র উত্তেজনায় হিমাচলের হাওয়া গরম। হিমাচলের গণনা ইঙ্গিত দিচ্ছে ঝুলন্ত বিধানসভার। সেই সাথে বাড়ছে ঘোড়া কেনাবেচার (টাকা দিয়ে বিধায়ক ভাঙানোর খেলা) সম্ভাবনা।
ফলাফল এমন হতে পারে ইঙ্গিত পেয়ে হিমাচল প্রদেশ কংগ্রেস ফলপ্রকাশের আগের রাতে ৩০ জন কর্মীকে দল থেকে বহিষ্কার করেছে। সিমলা থেকেই বেশিরভাগ কংগ্রেস কর্মী দল থেকে বিতাড়িত হয়েছে।
১৯৮৫ সালের পর থেকে এ রাজ্যে শাসকদলের পালা বদলের ধারা দেখা গেছিল। তবে কেন্দ্রে মোদী সরকার আসার পর থেকে হিমাচলে রাজনৈতিক ঘরানার পরিবর্তন হয়। এবার ফলাফলে সমানে টক্কর চলছে।

