Qatar WC: বিশ্বকাপে সুযোগ নষ্টের দিক থেকে প্রথমে ব্রাজিল,তৃতীয়ে আর্জেন্টিনা!!

শুরু থেকেই নিজেদের দাপট অব্যাহত রেখেছে ব্রাজিল। ক্যামেরুনের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চের দল না খেলালে ব্রাজিল হয়ত এখনও পর্যন্ত অপরাজিত থাকত বিশ্বকাপে(Qatar WC)। চোট সারিয়ে নেইমার…

Football World War III? Brazil vs Argentina

শুরু থেকেই নিজেদের দাপট অব্যাহত রেখেছে ব্রাজিল। ক্যামেরুনের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চের দল না খেলালে ব্রাজিল হয়ত এখনও পর্যন্ত অপরাজিত থাকত বিশ্বকাপে(Qatar WC)। চোট সারিয়ে নেইমার ফিরে আসায় ব্রাজিলকে এখন বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর দল হিসেবে মনে করা হচ্ছে। প্রতিটা বিভাগে দলের কাছে শক্তিশালী প্লেয়ার রয়েছেন আর তার পুরো সুবিধা পাচ্ছে দল। শেষ ১৬-র ম্যাচে ৩৫ মিনিটের মধ্যে দক্ষিণ কোরিয়াকে ৪ গোল দিয়ে সেটাই প্রমাণ করেছে। সেই ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। তবে সেই ৪টি গোলের সব কটিই এসেছে প্রথম অর্ধে।দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করেও সেগুলো গোলে পরিণত করতে ব্যর্থ হয়েছিল তারা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

শুধু দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচ নয়, গোটা বিশ্বকাপেই ব্রাজিলের মোট গোলের সংখ্যা আরও বাড়ত। কিন্তু তা হয়নি। যত বেশি সুযোগ তারা তৈরি করেছে তত বেশি সুযোগ নষ্ট করেছে। চলতি বিশ্বকাপে প্রি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ব্রাজিল হল একমাত্র দল যারা সবথেকে বেশি গোলের সুযোগ নষ্ট করেছে।ব্রাজিল বিশ্বকাপের নিজেদের যাত্রা শুরু করেছিল সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে। জোড়া গোল করেছিলেন রিচার্লিসন। দুটো গোলই ছিল অবিশ্বাস্য দক্ষতায় করা। সেটাই ছিল বিশ্বকাপে ব্রাজিল কেমন পারফর্ম করবে তার ট্রেলার। এরপর দ্বিতীয় ম্যাচে সুইৎজারল্যান্ডের বিপক্ষে একাধিক গোলের সুযোগ তৈরি করেও তা নষ্ট করে ব্রাজিল। শেষ মুহূর্তে ক্যাসিমিরোর গোলে কোনওক্রমে জেতে। শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হারে। যদিও সেই ম্যাচে প্রথম দলের ১০ জন প্লেয়ার ছিলেন না। তবে তারাও গোলেও সুযোগ তৈরি করেছিলেন।

দক্ষিণ কোরিয়ায় বিরুদ্ধেও ছবিটা বদলায়নি।সেই ম্যাচেও একাধিক গোলের সুযোগ তৈরি করেছিলাম ব্রাজিল। ফলে সমর্থকরা যেখানে মনে করেছিল ব্রাজিল আরও বেশি গোল দিতে পারবে সেটা হয়নি। ৪ গোলেই সন্তুষ্ট থাকতে হয়েছে। যার ফলে চলতি বিশ্বকাপে সবথেকে বেশি গোল মিস করা দল হয়েছে ব্রাজিল।পরিসংখ্যান প্রতিষ্ঠান সোফা স্কোরের হিসাবে মোট ৪ ম্যাচে ব্রাজিল মোট ১২টি গোল করার পরিষ্কার সুযোগ নষ্ট করেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে জার্মানি। যদিও জার্মানি গ্রুপস্তরেই বেরিয়ে গেছে মাত্র একটা ম্যাচ জিতে। কিন্তু তারা আক্রমণাত্মক ফুটবল খেলেছিল। কিন্তু গোল পায়নি। তারা ১১টি পরিষ্কার গোলের সুযোগ নষ্ট করেছে।আর্জেন্তিনা আছে তৃতীয় স্থানে তারা নষ্ট করেছে ১০টি পরিষ্কার সুযোগ। এরপর আছে ফ্রান্স, বেলজিয়াম ও ক্রোয়েশিয়া। এরা প্রত্যেকেই ৭টি করে পরিষ্কার সুযোগ নষ্ট করেছে।