হিমাচলে ভয়াবহ দুর্ঘটনা, গভীর খাদে বাস পড়ে মৃত অন্তত ৫

মান্ডি: হিমাচল প্রদেশের মান্ডি জেলার সারকাঘাট উপ-বিভাগের মাসেরান এলাকার কাছে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত পাঁচজন যাত্রীর (himachal pradesh bus accident)। হিমাচল রোড ট্রান্সপোর্ট…

হিমাচলে ভয়াবহ দুর্ঘটনা, গভীর খাদে বাস পড়ে মৃত অন্তত ৫

মান্ডি: হিমাচল প্রদেশের মান্ডি জেলার সারকাঘাট উপ-বিভাগের মাসেরান এলাকার কাছে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত পাঁচজন যাত্রীর (himachal pradesh bus accident)। হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (HRTC) একটি যাত্রীবাহী বাস প্রায় ৬০ কিলোমিটার দূরে তারাংলার কাছে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন, যাঁদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন।

আহতরা হাসপাতালে চিকিৎসাধীন

আহতদের সঙ্গে সঙ্গেই স্থানীয় সারকাঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েকজনের চোট গুরুতর। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কু।

   

এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নিজেও। এক্স-এ (পূর্বতন টুইটার) একটি পোস্টে তিনি লেখেন, “তারাংলার মাসেরানে HRTC বাস খাদে পড়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং হৃদয়বিদারক। আমি মৃতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

Advertisements

চলছে উদ্ধারকাজ

দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসনের উদ্ধারকারী দল। দ্রুত উদ্ধার ও ত্রাণের কাজ চলছে বলে জানানো হয়েছে। এখনো পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট নয়, তবে তদন্ত শুরু করেছে প্রশাসন।

এই দুর্ঘটনা ফের রাজ্যজুড়ে পাহাড়ি রাস্তায় যাতায়াতের নিরাপত্তা নিয়েই বড় প্রশ্ন তুলে দিল।