J&K: এনকাউন্টারে নিকেশ হিজবুল জঙ্গি

লাগাতার কয়েকদিন ধরেই জঙ্গি হামলার জেরে অশান্ত হয়ে উঠেছে কাশ্মীরের একাধিক এলাকা। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে নিশানা করেছিল জঙ্গিরা। এরই মাঝে জঙ্গি দমনে বড় সাফল্য পেল সেনাবাহিনী। জানা গিয়েছে, শনিবার অনন্তনাগে এক কুখ্যাত জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তারক্ষীরা।

এনকাউন্টারের সময় পুলিশ এক ভয়ঙ্কর জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, নিরাপত্তা বাহিনীর অভিযান এখনও চলছে। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার ঋষিপোরা এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে এনকাউন্টারের ঘটনা ঘটে। নিহত জঙ্গি নিসার খান্ডে হিজবুল মুজাহিদিনের বলে জানা গিয়েছে। এদিন জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এ সময় জঙ্গিরা প্রথম গুলি চালায়। নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেয় এবং এক জঙ্গিকে হত্যা করে।

   

প্রাথমিক গোলাগুলির সময় তিন সেনা সদস্য ও একজন একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এক আধিকারিক জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য শ্রীনগরের ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। কাশ্মীর জোনের আইজি বিজয় কুমার জানিয়েছেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের জঙ্গি কম্যান্ডার এইচএম নিসার খান্ডেকে হত্যা করা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন