‘তাঁকে ভয় দেখানো হচ্ছে’-আদালতে হলফনামা দিয়ে জানালেন সমীর ওয়াংখেড়ে

News Desk, Mumbai: শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদক মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে। আদালতে এক হলফনামায় সমীর জানিয়েছেন, আরিয়ানকে গ্রেফতার করার পর…

Sameer-Wankhede

News Desk, Mumbai: শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদক মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে। আদালতে এক হলফনামায় সমীর জানিয়েছেন, আরিয়ানকে গ্রেফতার করার পর থেকেই তাঁকে রীতিমত হুমকি দেওয়া হচ্ছে। তাঁকে ভয় দেখানো হচ্ছে। এমনকী, যেকোনো সময় তাঁকে গ্রেফতারও করা হতে পারে। আদালতে হলফনামা দেওয়ার পাশাপাশি এনসিবির জোনাল ডিরেক্টরের সমীর মুম্বইয়ের পুলিশ কমিশনারের কাছেও লিখিত অভিযোগ করেছেন।

পুলিশ কমিশনারকে সমীর বলেছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা কথা প্রচার করা হচ্ছে। কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি এইসব কাজ করছে। এমনকী, তাঁকে এবং তাঁর পরিবারকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। তিনি আশঙ্কা করছেন, যে কোনও সময় তাঁকে গ্রেফতারও করা হতে পারে। সমীর যে এই প্রথম এমন দাবি করলেন তা নয়।

   

দিন দুয়েক আগে এনসিবির পক্ষ থেকেও আদালতে একটি হলফনামা দায়ের করা হয়। ওই হলফনামায় বলা হয়েছে, আরিয়ানের বিরুদ্ধে যারা তদন্ত করছেন তাদের ভয় দেখানো হচ্ছে। দেওয়া হচ্ছে হুমকি। কখনওবা সাক্ষীদের প্রভাবিত করে তদন্তের গতি প্রকৃতি নষ্ট করার চেষ্টা চলছে। এনসিবির ওই হলফনামা ইতিমধ্যে আদালতে গৃহীত হয়েছে।

রবিবার সমীরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন কিরণ পি গোসাভির দেহরক্ষী প্রভাকর সইল। তিনি বলেন, মাদক মামলায় ১৮ কোটি টাকা ঘুষ দেওয়া দেওয়া হচ্ছে। যার মধ্যে ৮ কোটি টাকা সমীরের কাছে যাবে বলে তিনি জানেন। শুধু তাই নয়, টাকা দেওয়ার সাক্ষী হিসেবে তাঁকে দিয়ে জোর করে একটি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। এমনকী, তার প্রাণের ঝুঁকিও রয়েছে। প্রভাকরের যাবতীয় অভিযোগ সমীরের দিকেই। যদিও সমীর প্রভাকরের তোলা ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন সমীর।