Amritpal Singh: খালিস্তানি অমৃতপাল পাকিস্তানে নাকি গুম করা হয়েছে? পাঞ্জাব গরম

ইন্দিরা জমানায় ততকালীন খালিস্তানি জঙ্গি নেতা জার্নেল সিং ভিন্দ্রানওয়ালে অমৃতসরের স্বর্ণ মল্দিরে জঙ্গি ঘাঁটি তৈরি করেছিল। সেনা অভিযানে সেটি ধংস করা হয়। ভিন্দ্রানওয়ালের মদতকারী পাকিস্তান এবারও খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে মদত করছে বলে পাঞ্জাব পুলিশ মনে করছে।

Amritpal Singh - Khalistani separatist leader

পাক মদতপুষ্ট শিখ মৌলবাদী নেতা তথা খালিস্তানপন্থী সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী অমৃতপাল সিংয়ের (Amritpal Singh) অন্তর্ধান নিয়ে ক্রমে বিতর্কের মুখে পাঞ্জাব পুলিশ। কারণ, পাঁচ দিন ধরে সে নিখোঁজ। সর্বশেষ এই বিচ্ছিন্নতাবাদী নেতাকে একটি মোটরবাইকের পিছনে বসে পালাতে দেখা গেছে। পুলিশের অভিযানের মধ্যে তার আত্মগোপন নিয়ে বিতর্ক ক্রমে চড়ছে। প্রশ্ন উঠছে কোথায় অমৃতপাল সিং। বুধবার রাত ১০টা পর্যন্ত তার নাগাল পায়নি পুলিশ।

বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা অমৃতপাল সিংয়ের অন্তর্ধান ও পুলিশের তল্লাশি অভিযানের মাঝে খোদ পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্টের বিচারপতি বিস্ময় প্রকাশ করে বলেন, ৮০ হাজার পুলিশের চোখ এড়িয়ে বহুল পরিচিত অমৃতপাল সিং কী করে পলাতক থাকতে পারে?

   

আদালত এই প্রশ্ন করার পরে বিতর্ক তুঙ্গে। অভিযোগ, অমৃতপাল সিংয়ের অন্তর্ধানের পিছনে রাজ্য সরকার ও পুলিশের একাংশ জড়িত। তাদের মদত পেয়েছে অমৃতপাল। 

অমৃতপাল সিংয়ের ওয়ারিস পাঞ্জাব দে (পাঞ্জাবের উত্তরাধিকারী) তরফ থেকে দায়ের করা মামলায় আবেদনকারী অভিযোগ, গুম করা হয়েছে অমৃতপাল সিংকে।

প্রশ্ন উঠছে অমৃতপাল সিং কি আদৌ ভারতে আছে নাকি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই মদতে সে নেপালে আত্মগোপনে আছে। নেপাল থেকে পাকিস্তানে চলে যেতে পারে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা। এমনও ধারণা করা হচ্ছে, অমৃতপাল পাকিস্তানেই চলে গেছে।

শিখ বিচ্ছিন্নতাবাদী খালিস্তানপন্থীদের ঘাঁটি পাকিস্তানের লাহোর। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও ভারতের পাঞ্জাবের মধ্যে বিলুপ্ত শিখ সাম্রাজ্যের আদলে খালিস্তান স্বশাসিত অঞ্চল গঠনের জন্য এর আগে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছিল অমৃতসরে। ইন্দিরা জমানায় ততকালীন খালিস্তানি জঙ্গি নেতা জার্নেল সিং ভিন্দ্রানওয়ালে অমৃতসরের স্বর্ণ মল্দিরে জঙ্গি ঘাঁটি তৈরি করেছিল। সেনা অভিযানে সেটি ধংস করা হয়। ভিন্দ্রানওয়ালের মদতকারী পাকিস্তান এবারও খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে মদত করছে বলে পাঞ্জাব পুলিশের দাবি।

এদিকে টানা পাঁচ দিন ধরে পুলিশের তল্লাশি অভিযান চলছে পাঞ্জাব ও হরিয়ানায়। খালিস্তানপন্থী ও অমৃতপাল সিংয়ের অনুসারি হিসেবে সন্দেহ হলেই যে কাউকে গ্রেফতার করছে পুলিশ। এর জেরে একাধিক শিখ সংগঠন ক্ষুব্ধ।

আকালি দল নেতা সুখবীর সিং বাদল বলেছেন, শিখ সম্প্রদায়ভুক্ত যাদের হয়রানি করা হচ্ছে অকালি দল তাদের সব ধরনের আইনি সাহায্য দেবে। তিনি সরাসরি রাজ্যে ক্ষমতাসীন আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, শিখ ধর্মাবলম্বীদের বিরুদ্ধে চক্রান্ত চলছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন